আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের মুখে বিগড়োল ‘শৌখিন’ কাজু! কাজ হারানোর মুখে হাজার হাজার শ্রমিক
দক্ষিণ ২৪ পরগনার এই পঞ্চায়েতটি তৃণমূলের দখলে ছিল। উত্তর দুর্গাপুর পঞ্চায়েতের প্রধান ছিলেন লিপিকা মণ্ডল। তাঁর বিরুদ্ধে গ্রামবাসীদের ক্ষোভ থাকলেও এবারও তৃণমূল তাঁকে টিকিট দিয়েছে। ফলে উত্তর দুর্গাপুর পঞ্চায়েতের যে আসন থেকে গতবার তিনি জয়ী হয়েছিলেন সেই ১১১ নম্বর বুথেই জোড়া ফুল চিহ্নে প্রার্থী হয়েছেন লিপিকাদেবী। এই ঘটনায় আরও ক্ষুব্ধ এলাকার তৃণমূল কর্মী-সমর্থকরা। ব্যর্থ পঞ্চায়েত প্রধানকে আবারও প্রার্থী করায় দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে এলাকার তৃণমূল কর্মী সমর্থকদের একাংশ নির্দল প্রার্থীকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছেন।
advertisement
পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে গ্রামবাসীদের মূল অভিযোগ, উন্নয়নের কাজে তিনি পক্ষপাতিত্ব করেছেন। তাছাড়া রাস্তাঘাটের উন্নয়ন এবং জল নিকাশির সমস্যার কোনও সমাধান হয়নি বলেও গ্রামবাসীদের অভিযোগ। এমনকি বেশ কিছু প্রকল্পে অর্থ বরাদ্দ হলেও শেষ পর্যন্ত কাজ হয়নি এমনও অভিযোগ উঠেছে। লিপিকা মণ্ডল দুর্নীতিতে জড়িত ছিলেন বলে দাবি গ্রামবাসীদের একাংশের। সবমিলিয়ে পঞ্চায়েতের এই আসনে শাসকদলের প্রধান মাথাব্যাথা দলেরই ক্ষুব্ধ কর্মীরা।
সুমন সাহা