আরও পড়ুন: হাতির হানায় কালচিনিতে আবার মৃত্যু
এই উপস্বাস্থ্য কেন্দ্র থেকে জ্বর, সর্দি, কাশি সহ একাধিক সাধারণ রোগের চিকিৎসা মিলবে। সেই সঙ্গে জরুরি ভিত্তিতে জটিল রোগের প্রাথমিক চিকিৎসাও করা হবে। প্রয়োজনে এরপর কোনও রোগীকে ব্লক হাসপাতালে স্থানান্তরিত করা হবে। এছাড়াও এখানে শিশুদের টিকাকরণ, গর্ভবতী ও প্রসূতি মায়েদের স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে। প্রশিক্ষিত নার্স সবসময় উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। এই উপ-স্বাস্থ্যকেন্দ্র তৈরি হওয়ায় খুশি সাপখালির মানুষ।
advertisement
শুক্রবার এই উপ-স্বাস্থ্যকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। উপস্থিত ছিলেন সাগরের ব্লক স্বাস্থ্য আধিকারিক অংশুমান বসু সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। সুন্দরবন উন্নয়নমন্ত্রী জানান, এই উপ-স্বাস্থ্যকেন্দ্রটি তৈরি করা খুবই জরুরি হয়ে পড়েছিল। আগে এই এলাকার মানুষকে প্রাথমিক চিকিৎসাটুকু পেতেও অনেক দূরে যেতে হতো। এবার সেই সমস্যা মিটতে চলেছে।
নবাব মল্লিক