TRENDING:

South 24 Parganas News: শেষের পথে সিংহলগঞ্জ ব্রিজের কাজ, ভোল বদলে যাবে ডায়মন্ডহারবারের

Last Updated:

ব্রিজের ৯০ শতাংশ কাজ ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে বলে খবর। এই ব্রিজের সঙ্গেই তৈরি হচ্ছে লকগেট। যেখান থেকে জল নিয়ন্ত্রণ করা যাবে। ফলে গ্রীষ্মকালে এলাকার চাষিরা সেচের জলও এবার সহজেই পাবেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: শেষের পথে সিংহলগঞ্জ ব্রিজের কাজ। এর ফলে উপকৃত হবেন ডায়মন্ডহারবারের বাসিন্দারা। এই ব্রিজের কাজ শেষ হলেই ডায়মন্ডহারবার ১ ও ২ ব্লকের পারুলিয়া কোস্টাল থেকে রায়চকের মধ্যে যাতায়াত আরও সহজ হয়ে উঠবে।
advertisement

দক্ষিণ ২৪ পরগনার মধ্য দিয়ে বয়ে যাওয়া হুগলি নদীর শাখার উপর নির্মিত হচ্ছে এই ব্রিজ। কয়েক কোটি টাকা ব্যায়ে এই ব্রিজের নির্মাণকাজ করা হচ্ছে। ব্রিজের ৯০ শতাংশ কাজ ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে বলে খবর। এই ব্রিজের সঙ্গেই তৈরি হচ্ছে লকগেট। যেখান থেকে জল নিয়ন্ত্রণ করা যাবে। ফলে গ্রীষ্মকালে এলাকার চাষিরা সেচের জলও এবার সহজেই পাবেন।

advertisement

আরও পড়ুন: দুর্ঘটনায় শিশু মৃত্যুর পরই সাগরে অটো নিয়ে একগুচ্ছ নির্দেশিকা, নিয়ম ভাঙলে চলবে না গাড়ি

এই দ্বিমুখী প্রকল্প শেষ হওয়ার অপেক্ষায় এখন দিন গুনছে ডায়মন্ডহারবারের মানুষ। আপাতত দ্রুতগতিতে ব্রিজের আ্যপ্রোচ রোডে মাটি ফেলার কাজ চলছে। এই কাজ শেষ হলেই ব্রিজ থেকে স্থানীয়রা পায়ে হেঁটে যাতায়াত করতে পারবেন।

advertisement

View More

তারপর ধীরে ধীরে সেখানে পাকা রাস্তা তৈরি করার পরিকল্পনা রয়েছে বলে খবর। বর্তমানে ব্রিজ থেকে কিছুটা দূরে কাঠের একটি অস্থায়ী সেতু আছে। তার ওপর দিয়েই যাতায়াত করছেন স্থানীয় বাসিন্দারা। এই নতুন ব্রিজটি চালু হলে এলাকার মানচিত্রই অনেকটা পাল্টে যাবে বলে মনে করছেন তাঁরা।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: শেষের পথে সিংহলগঞ্জ ব্রিজের কাজ, ভোল বদলে যাবে ডায়মন্ডহারবারের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল