South 24 Parganas News: দুর্ঘটনায় শিশু মৃত্যুর পরই সাগরে অটো নিয়ে একগুচ্ছ নির্দেশিকা, নিয়ম ভাঙলে চলবে না গাড়ি

Last Updated:

অটোর সমস্ত কাগজপত্র ঠিক থাকলে তবেই রাস্তায় নামানো যাবে। পাশাপাশি চালকের ড্রাইভিং লাইসেন্স পুরো পরিষ্কার অর্থাৎ কোনরকম সমস্যা না থাকলে তবেই তিনি সাগরের বুকে অটো চালাতে পারবেন বলে সিদ্ধান্ত হয়েছে। সেই সঙ্গে প্রতিটি অটোয় ইউনিয়ন অনুমোদিত একটি স্টিকার লাগানো থাকবে।

দক্ষিণ ২৪ পরগনা: দুর্ঘটনা রুখতে সাগরের অটো চালকদের জন্য তৈরি হল নয়া আচরণবিধি। অটো ইউনিয়নগুলি একত্রিত হয়ে এই আচরণবিধি তৈরি করেছে। সেই আচরণবিধি কোনও অটোচালক না মানলে পুলিশে অভিযোগ জানানো হবে।
স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, হঠাৎ কেন এই নতুন আচরণবিধি জারির প্রয়োজন পড়ল? গত ২৬ মার্চ দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগরের মিশন মোড়ের কাছে একটি বেপরোয়া অটো উল্টে গিয়ে মৃত্যু হয় বছর ছয়েকের এক শিশুর। গুরুতর আহত হন তার মা। এরপরই অটোচালকদের দৌরাত্ম্য নিয়ে উত্তাল হয়ে ওঠে এলাকা। একের পর এক অভিযোগ তুলতে থাকে সাগরের মানুষ। অটোচালকদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাস্তা অবরোধ‌ও হয়। ওই ঘটনার পরিপ্রেক্ষিতেই এই নতুন আচরণ বিধি তৈরি করে অটো ইউনিয়নগুলি।
advertisement
advertisement
সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র সাগরের অটো ইউনিয়নের সমস্ত সদস্য ও অটো চালকদের নিয়ে এক বৈঠক করেন। সেখানে ঠিক হয় অটোর সমস্ত কাগজপত্র ঠিক থাকলে তবেই রাস্তায় নামানো যাবে। পাশাপাশি চালকের ড্রাইভিং লাইসেন্স পুরো পরিষ্কার অর্থাৎ কোনরকম সমস্যা না থাকলে তবেই তিনি সাগরের বুকে অটো চালাতে পারবেন বলে সিদ্ধান্ত হয়েছে। সেই সঙ্গে প্রতিটি অটোয় ইউনিয়ন অনুমোদিত একটি স্টিকার লাগানো থাকবে। শুধুমাত্র স্টিকার লাগানো গাড়িগুলিই যাত্রী পরিবহন করতে পারবে। অটো ইউনিয়নগুলির ধারণা তাঁদের তৈরি এই ছাঁকনির ফলেই আগামী দিনে সাগরে অটো দুর্ঘটনা কমবে।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: দুর্ঘটনায় শিশু মৃত্যুর পরই সাগরে অটো নিয়ে একগুচ্ছ নির্দেশিকা, নিয়ম ভাঙলে চলবে না গাড়ি
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement