East Medinipur News: নদীর পাড় পরিষ্কার করল উপকূলরক্ষী বাহিনীর জ‌ওয়ানরা

Last Updated:

ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে বৃহস্পতিবার হলদিয়ায় হলদি নদীর পাড় পরিষ্কার করা হয়।

+
title=

পূর্ব মেদিনীপুর: পরিবেশ দূষণ ভয়ঙ্কর জায়গায় গিয়ে পৌঁছেছে। তার মধ্যে অন্যতম হল নদী দূষণ। ভারতের লাইফ লাইন বলে মনে করা হয় গঙ্গা নদীকে। কিন্তু সরকার গঙ্গা ও তার শাখা নদীগুলো দূষণমুক্ত ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার একাধিক প্রচেষ্টা করলেও সাধারণ মানুষের সহযোগিতার অভাবে তা অনেক সময় বাধাপ্রাপ্ত হয়। এই অবস্থায় নদীর তীরবর্তী এলাকা পরিষ্কার করে সকলকে সচেতনতার বার্তা দিল উপকূলরক্ষী বাহিনীর জ‌ওয়ানরা।
নদীর পাড়ে যত্রতত্র প্লাস্টিক ও বর্জ্য পদার্থ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে। সাধারণত মানুষের অসাবধানতার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়। সেই সমস্ত আবর্জনা সরাসরি নদীতে গিয়ে মেশে। এতে ভয়াবহ ক্ষতি হয় প্রকৃতির, ক্ষতি হয় সাধারণ মানুষের। কারণ বহু জায়গায় নদীর জল পরিশুদ্ধ করে পানীয় জল হিসেবে সরবরাহ করা হয়। এই বিষয়গুলির কথা মাথায় রেখেই ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে বৃহস্পতিবার হলদিয়ায় হলদি নদীর পাড় পরিষ্কার করা হয়। উপস্থিত ছিলেন উপকূল রক্ষী বাহিনীর পশ্চিমবঙ্গের ডিআইজি কান‌ওয়ালজিৎ সিং। তিনি যত্রতত্র প্লাস্টিক ফেলতে সকলকে বারন করেন।
advertisement
advertisement
এই হলদি নদীর তীরেই আছে হলদিয়া শিল্পাঞ্চল এবং হলদিয়া বন্দর। ফলে এই এলাকায় প্রতিদিন বহু মানুষের যাতায়াত আছে। কিন্তু দেখা যাচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে হলদি নদীতে দূষণ বাড়ছে। এই অবস্থায় দূষণ নিয়ন্ত্রণে উপকূলরক্ষী বাহিনীর এই উদ্যোগ মানুষকে সচেতন করবে বলেই আশা করছেন বিশেষজ্ঞরা।
advertisement
সৈকত শী
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: নদীর পাড় পরিষ্কার করল উপকূলরক্ষী বাহিনীর জ‌ওয়ানরা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement