West Medinipur News: আন্দোলনের তৃতীয় দিনেও সমাধান সূত্র অধরা, রেললাইনেই বসে কুড়মিরা

Last Updated:

কুড়মি সমাজকে এসটি তালিকাভুক্ত করার পাশাপাশি সারনা ধর্মকে পৃথক স্বীকৃতি ও কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত করা, এই তিন দাবিতে মঙ্গলবার থেকে আবার আন্দোলনে নেমেছে কুড়মিরা।

+
title=

পশ্চিম মেদিনীপুর: বৃহস্পতিবার কুড়মিদের আন্দোলন তৃতীয় দিনে পা দিয়েছে। বিভিন্ন জায়গায় রেল ও পথ অবরোধ চললেও সমাধান সূত্র এখনও অধারা। এদিকে রাজ্য সরকারকে আলোচনার জন্য সময়সীমা বেঁধে দিলেও সেদিক থেকে কোন‌ও সাড়া না আসায় আন্দোলন আরও তীব্র হবে বলে ঘোষণা করেছেন কুড়মি নেতা অজিত মাহাত। সবমিলিয়ে এই আন্দোলন ঘিরে অচলাবস্থা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
কুড়মি সমাজকে এসটি তালিকাভুক্ত করার পাশাপাশি সারনা ধর্মকে পৃথক স্বীকৃতি ও কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত করা, এই তিন দাবিতে মঙ্গলবার থেকে আবার আন্দোলনে নেমেছে কুড়মিরা। প্রথম দিন রেল অবরোধ না করলেও বুধবার সকাল থেকেই খড়গপুর ও আদ্রা ডিভিশনের বেশ কিছু স্টেশনে তারা অবরোধ করে। এর ফলে হয়রানির শিকার হন ট্রেন যাত্রীরা। বৃহস্পতিবারও রেল ও পথ অবরোধ চলে। এর ফলে রেলের খড়গপুর ও আদ্রা ডিভিশন মিলিয়ে বাতিল ট্রেনের সংখ্যা বেড়ে হয়েছে ৭৮। বহু ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। বহু মানুষ দরকার থাকা সত্ত্বেও অন্যত্র যেতে পারছেন না।
advertisement
advertisement
এই অবস্থায় আন্দোলনের তীব্রতা আরও বাড়লে রাজ্যের পশ্চিমাঞ্চল কার্যত বিচ্ছিন্ন হয়ে যাবে বলে আশঙ্কা তৈরি হয়েছে। উল্লেখ্য মাসখানেক আগে এই একই দাবিতে কুড়মিরা রাস্তা ও রেল অবরোধ করে আন্দোলন করে। সেবারে টানা ৫ দিন বাকি রাজ্য থেকে বিচ্ছিন্ন হয়েছিল জঙ্গলমহল। এবারেও পরিস্থিতি সেই দিকে যাচ্ছে বলে আশঙ্কা ওয়াকিবহাল মহলের।
advertisement
পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে টানা রাস্তা ও রেল অবরোধ চালিয়ে যাচ্ছেন কুড়মিরা সম্প্রদায়ের মানুষ। তাঁদের দাবি আদায় না হলে অনির্দিষ্টকালের জন্য এভাবেই রাস্তা ও রেল লাইনের উপর বসে থাকবেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। তীব্র গরমও তাঁদের লড়াইয়ের পথ থেকে সরাতে পারবে না বলে ঘোষণা করেছেন কুড়মিরা। বুধবার জেলা প্রশাসন আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসলেও সেখানে কোন।ও সমাধান সূত্র মেলেনি। তারপরই পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে।
advertisement
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: আন্দোলনের তৃতীয় দিনেও সমাধান সূত্র অধরা, রেললাইনেই বসে কুড়মিরা
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement