স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গ হিসাবে পূনিত সাগর অভিযান নাম দিয়ে এই গঙ্গা দূষণমুক্ত অভিযান করা হয় কাকদ্বীপের এলসিটি জেটিঘাটে। এই গঙ্গা দূষণমুক্তকরণ অভিযান পরিচালনা করেছেন সুবেদার পরমেন্দর সিং ও হাবিলদার সন্দিপ ঠাকুর। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন কাকদ্বীপর সুন্দরবন মহাবিদ্যালয়ের এনসিসি ট্রেনার সুরজিৎ মজুমদার।
আরও পড়ুনঃ বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়ার আগে গঙ্গা ও মনসাপূজোর আয়োজন
advertisement
গঙ্গাকে দূষণমুক্ত করতে এই অভিযান আগামীতেও চলবে বলে জানিয়েছেন তাঁরা। গঙ্গাদূষণ এবং তার ক্ষতিকর প্রভাব সম্পর্কে সাধারণ মানুষজনের অবগত করতে এই অভিযান করছেন এনসিসি ক্যাডেটরা এমনটাই জানিয়েছেন সিনিয়র আন্ডার অফিসার সেখ রাজিবুল হোসেন।
আরও পড়ুনঃ হাতানিয়া-দোয়ানিয়া নদীতে প্রবল জলোচ্ছ্বাস ও দমকা বাতাসের জেরে ডুবল ট্রলার
সাধারণ মানুষজনকে গঙ্গাদূষণ নিয়ে অবগত করার পাশাপাশি তারা নিজেরাও হাত লাগিয়েছেন সাফাই অভিযানে। এর সঙ্গে প্লাস্টিক ব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে প্রচার চালানো হয়েছে এলসিটি জেটিঘাটে। এনসিসি ক্যাডেটদের এই ভূমিকায় খুশি স্থানীয় বাসিন্দারা।
Nawab Mallick