শীতে যদি মোমো খেতে ইচ্ছে হয়, তা হলে একটি কল করুন। বাড়িতে পৌঁছে যাবে ৬ পিস মোমো, মাত্র কুড়ি টাকা। দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানা এলাকার দক্ষিণ বারাসাত , জয়নগর , গোচরণ , বহুরু বিস্তীর্ণ এলাকায় এই পরিষেবা পাওয়া যাবে।
আরও পড়ুন- ১৮ হাজার নাম বাদ, পূর্ব বর্ধমানে আবাস যোজনার তালিকা যাচাইয়ের কাজ শেষের দিকে
advertisement
মোমো বিক্রেতা নিলয়ন ভট্টাচার্য জানিয়েছেন, দীর্ঘদিনের ইচ্ছে ছিল এমন কিছু করব। কেউ আমাকে ফোন করলেই আমি চলে যাব তাঁদের বাড়িতে। গিয়ে খাইয়ে আসব আমার নিজের হাতে তৈরি মোমো। আমি এবং আমার সহধর্মিনী এই কাজে নিযুক্ত হয়েছি। প্রথমে শুরু করেছি জয়নগর এলাকায়। পরে আমার ইচ্ছা গোটা দক্ষিণ ২৪ পরগণা-তে এই মোমো এক ফোনে পৌঁছে দেওয়ার।
আরও পড়ুন- Howrah News: মেলা দেখে আর বাড়ি ফেরা হল না! আমতায় দামোদর নদ থেকে উদ্ধার যুবকের দেহ
একের পর এক চাকরির পরীক্ষা দিচ্ছেন তিনি। পড়াশোনার ফাঁকে এই ব্যবসা শুরু করেছেন। প্রচুর সাড়া পেয়েছেন এলাকাতে। কুড়ি টাকায় ৬ পিস মোমো! তাও আবার ফ্রি হোম ডেলিভারি! এরকম সুবিধা কী আর সহজে মেলে! তাও আবার খাবারের গুণগত মান বজায় রেখে!
সুমন সাহা