Howrah News: মেলা দেখে আর বাড়ি ফেরা হল না! আমতায় দামোদর নদ থেকে উদ্ধার যুবকের দেহ
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Howrah Drowning: আমতায় দামোদর থেকে উদ্ধার যুবকের দেহ। মঙ্গলবার সন্ধায় আমতার রসপুরে অনুষ্ঠিত দামোদর মেলা দেখে বাড়ি ফেরার সময় রসপুরে দামোদরের জলে পড়ে যায় এক যুবক
রাকেশ মাইতি, হাওড়া: আমতায় দামোদর থেকে উদ্ধার যুবকের দেহ। মঙ্গলবার সন্ধ্যায় আমতার রসপুরে অনুষ্ঠিত দামোদর মেলা দেখে বাড়ি ফেরার সময় রসপুরে দামোদরের উপর নির্মিত বাসের সেতু থেকে দামোদরের জলে পড়ে যান এক যুবক, এমনই জানা যায় স্থানীয় সূত্রে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দামোদরে তলিয়ে যান ওই যুবক। পরে ঘটনার খবর শুনে ঘটনাস্থলে এসে পৌঁছয় আমতা ও জয়পুর থানার পুলিশ। তারা স্থানীয় মাঝিদের সহযোগিতায় দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে ওই যুবকের দে।, দীর্ঘক্ষণ চেষ্টার পর ব্যর্থ হয়।
পরে নামানো হয় ডিজাস্টার ম্যানেজমেন্ট দলকে। অবশেষে বুধবার সকালে আমতায় দামোদর থেকে উদ্ধার হয় নিখোঁজ ওই যুবকের দেহ। এবং দেহ উদ্ধারের পর তা ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ।
advertisement
advertisement
আরও পড়ুন : গৃহবধূ ঘরের দরজা খুলতেই সব শেষ! চাঞ্চল্য নদিয়ার নাকাশিপাড়ায়
জানা যাচ্ছে তাঁর নাম তন্ময় দাস ( ২৮)। ওই যুবকের বাড়ি আমতার বিনলা কৃষ্ণবাটি নিশ্চিন্দ্দপুর এলাকায় । এদিকে মৃত তন্ময়ের পরিবার সূত্রে জানা গিয়েছে, তাঁর বাবা রামলাল দাস দীর্ঘদিন ধরেই অসুস্থ। মা, বাবা, দিদিকে নিয়ে ছিল তন্ময়ের সংসার। কয়েক বছর আগে বিয়ে হয়ে যায় তার দিদির।
advertisement
বর্তমানে মা, বাবাকে নিয়ে থাকতেন তিনি। বাবা অসুস্থ হওয়ায় ওই পরিবারের একমাত্র রোজগারে ছিলেন তন্ময়। স্থানীয় একটি গেঞ্জি কারখানায় কাজ করে রুজিরুটি চালাচ্ছিলেন তিনি। এদিকে এলাকার তরতাজা এক যুবকের এহেন পরিণতি যেন মানতে পারছেন না স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
Location :
First Published :
December 14, 2022 5:31 PM IST