গভীর রাতে ফুঁপিয়ে কান্নার পরই 'আত্মঘাতী' কোটার ছাত্র, তদন্তে জানল পুলিশ

Last Updated:

Kota Student: পুলিশের ধারণা, ওই সঙ্কটমুহূর্তে অঙ্কুশের সঙ্গে কেউ কথা বললে হয়তো এই ভয়ঙ্কর পরিণতি এড়ানো যেত

কোটা : ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন নিয়ে প্রতি বছর দলে দলে পড়ুয়ারা ভিড় করেন রাজস্থানের কোটা শহরের প্রশিক্ষণ কেন্দ্রগুলি বা কোচিং সেন্টারে। সেরকমই এক ছাত্র অঙ্কুশ আনন্দ। সোমবার আরও দুই পড়ুয়ার সঙ্গে তাঁর নিথর দেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ধারণা, তিনি মানসিক ভাবে বিধ্বস্ত ছিলেন অথবা ডিপ্রেশনের শিকার হযেছিলেন। তদন্তকারী পুলিশ অফিসাররা জানিয়েছেন সোমবার গভীর রাতে তাঁর ঘর থেকে অঙ্কুশকে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শোনা গিয়েছিল। যদি সত্যি সেই ঘটনা হয়ে থাকে, তাহলে পুলিশের ধারণা, ওই সঙ্কটমুহূর্তে অঙ্কুশের সঙ্গে কেউ কথা বললে হয়তো এই ভয়ঙ্কর পরিণতি এড়ানো যেত। এ বছর কোটায় মোট ১৪ টি পড়ুয়ার আত্মহননের ঘটনা ঘটল।
প্রত্যাশাপূরণের এই শহরের কোচিং সেন্টারগুলি নিয়ে একাধিক অভিযোগ উঠেছে বার বার। একবার সেখানে ভর্তি হলে প্রত্যেক পড়ুয়াকে দৈনিক ১৫ ঘণ্টা পড়তে হত। রুটিনের বাইরে গিয়ে এক ঘণ্টা বাড়তি ঘুমোলেও নাকি অপরাধবোধে ভুগত তারা।
এই মানসিক চাপের মধ্যে অত্যধিক পড়াশোনা করতে হলেও তাঁদের থাকতে হয় অপরিসর ঘরে। হস্টেল হোক বা পেয়িং গেস্ট-পড়ুয়াদের ঘরে আলোবাতাসের পরিসর নামমাত্র। অভিযোগ, পড়ুয়াদের খেয়াল রাখা তো দূর অস্ত্। কোচিং সেন্টারগুলি শুধু উপার্জনেই ব্যস্ত।
advertisement
advertisement
আরও পড়ুন : 'বিশ্বকাপে আমার শেষ ম্যাচ...' স্বপ্নের কারিগর লিওনেল মেসির কথায় হৃদয়ভঙ্গ অনুরাগীদের
বিহারের দুই তরুণ অঙ্কুশ এবং উজ্জ্বল একই বিল্ডিংয়ের পাশাপাশি দুই ঘরে থাকতেন। দু’জনেই সোমবার 'আত্মঘাতী' হয়েছেন। অকালে ঝরে যাওয়া তৃতীয় ছাত্র প্রণব কোটায় এসেছিলেন মধ্যপ্রদেশ থেকে। তিনি নিট বা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্টের প্রস্তুতি নিচ্ছিলেন।
advertisement
আরও পড়ুন :  গোবিন্দভোগ চালেও কর ! সংসদে বিরোধিতা সুদীপের
দেবশ্রী ট্যান্ডন নামে অঙ্কুশের এক প্রতিবেশী নিজের সন্তানের সঙ্গে তাঁকেও কোটায় এনেছিলেন। তিনি মানতে চাননি যে অঙ্কুশ মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন। জানিয়েছেন অঙ্কুশ পরিণত ছিলেন মানসিক দিক থেকে। অবশ্য তিনি নিজে তাঁর সন্তানকে কোটা থেকে নিয়ে চলে যাচ্ছেন।
advertisement
এই ঘটনার পর থেকে নিজেদের নিয়মাবলীতে পরিবর্তন আনার কথা ভাবছে কোটার কোচিং সেন্টারগুলি।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
গভীর রাতে ফুঁপিয়ে কান্নার পরই 'আত্মঘাতী' কোটার ছাত্র, তদন্তে জানল পুলিশ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement