Nadia News: গৃহবধূ ঘরের দরজা খুলতেই সব শেষ! চাঞ্চল্য নদিয়ার নাকাশিপাড়ায়
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Nadia Robbery: গৃহকর্তা বাড়িতে এসে দেখেন দরজা খোলা এবং অচৈতন্য হয়ে পড়ে আছে ওই গৃহবধূ
নাকাশিপাড়া: ভরদুপুরে গৃহবধূকে অচৈতন্য করে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল নাকাশিপাড়া থানার মাঝেরগ্রাম গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর এলাকায়। পরিবার সূত্রে খবর অনুযায়ী মঙ্গলবার দুপুরে বাড়িতে একাই ছিলেন গৃহবধূ। তখনই বাড়িতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি আসে। গৃহবধূ বাড়ির দরজা খুললে পরে অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তি গৃহবধুর কাছে তার স্বামী ও শ্বশুরের নাম করে। এরপরে আচমকাই ওই গৃহবধূকে নাকে কিছু একটা চেপে ধরে বলে জানায় সে। এরপরেই ওই গৃহবধূ অচৈতন্য হয়ে পড়ে। এরপরেই ওই ব্যক্তি আলমারি থেকে সোনার গয়না ও নগদ টাকা সহ অন্যান্য সামগ্রী লুট করে নিয়ে পালায় ওই দুষ্কৃতী।
আরও পড়ুন : আজও চৈতন্য মহাপ্রভুর পদচিহ্ন বহন করে চলেছে মথুরাপুরের এই মন্দির
গৃহকর্তা বাড়িতে এসে দেখেন দরজা খোলা এবং অচৈতন্য হয়ে পড়ে আছে ওই গৃহবধূ। এছাড়াও তিনি দেখেন বাড়ির সমস্ত জিনিসপত্র ওলট-পালট অবস্থায় পড়ে রয়েছে। তৎক্ষণাৎ ওই গৃহবধুর জ্ঞান ফেরালে পরে জানা যায় গৃহবধূকে অচৈতন্য করে বাড়ির সোনার গয়না ও নগদ টাকা সহ অন্যান্য সামগ্রী লুট করে নিয়ে পালায় ওই দুষ্কৃতী। এরপরেই খবর দেওয়া হয় পুলিশকে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ।
advertisement
আরও পড়ুন : পিকনিকের নতুন ঠিকানা হীরাঝিল প্রাসাদ! ঘুরে আসুন নতুন বছরে
প্রসঙ্গত জেলার বিভিন্ন জায়গায় প্রায় দিনই চুরির ঘটনা উঠে আসছে খবরের শিরোনামে। তবে সেই সমস্ত চুরির ঘটনাগুলি বেশিরভাগই হত রাতের অন্ধকারে। তবে ভরদুপুরে গৃহবধূকে চৈতন্য করে চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে নাকাশিপাড়াথানার মাঝেরগ্রাম গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর এলাকায়। ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে নাকাশিপাড়াথানায়। সম্পূর্ণ ঘটনা তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ।
advertisement
advertisement
Location :
First Published :
December 14, 2022 3:56 PM IST