South 24 Parganas News : আজও চৈতন্য মহাপ্রভুর পদচিহ্ন বহন করে চলেছে মথুরাপুরের এই মন্দির

Last Updated:

মথুরাপুরের ছত্রভোগ যেখানে গেলে আজও দেখা মিলবে চৈতন্য মহাপ্রভুর পদচিহ্নের প্রতিকৃতি। ১৫১১ খ্রীষ্টাব্দে তিনি এখানে এসেছিলেন। সেই থেকেই রয়েছে এই পদচিহ্ন।

+
#মথুরাপুর

#মথুরাপুর : মথুরাপুরের ছত্রভোগ যেখানে গেলে আজও দেখা মিলবে চৈতন্য মহাপ্রভুর পদচিহ্নের প্রতিকৃতি। কথিত আছে চৈতন্য মহাপ্রভু নীলাচলে যাওয়ার সময় অন্ধমুনিতলা থেকে কিছুটা দূরে আদিগঙ্গার পাড়ে অবস্থান করেছিলেন।

#মথুরাপুর: মথুরাপুরের ছত্রভোগ যেখানে গেলে আজও দেখা মিলবে চৈতন্য মহাপ্রভুর পদচিহ্নের প্রতিকৃতি। কথিত আছে চৈতন্য মহাপ্রভু নীলাচলে যাওয়ার সময় অন্ধমুনিতলা থেকে কিছুটা দূরে আদিগঙ্গার পাড়ে অবস্থান করেছিলেন। সেখানে তিনি ভোগ বিতরণ করেন। সেই থেকে এলাকার নাম হয় ছত্রভোগ।ঐতিহাসিক স্থান হিসাবে এই ছত্রভোগ খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। কিন্তু কালের অতল গহ্বরে আজও এই ছত্রভোগ রয়ে গিয়েছে পরিচিতির আড়ালে।
তবে বছরের কয়েকটি নির্দিষ্ট দিনে বৈষ্ণব ধর্মাবলম্বী মানুষজন এখানে একত্রিত হন। সেইদিন এখানে হাজার হাজার ভক্ত ভিড় জমান।চৈতন্য মহাপ্রভু ঠিক কবে এসেছিলেন ছত্রভোগে। মন্দিরের গায়ে খোদিত পাথরের শিলালিপি দেখে জানা যায় যে, তিনি এসেছিলেন ১৫১১ খ্রীষ্টাব্দে।
পরে এই ফুটপ্রিন্টটি পাকাপাকিভাবে স্থাপন করা হয় ১৯৩৩ খ্রীষ্টাব্দে। সরস্বতী গোস্বামী মহারাজ এই ফুটপ্রিন্টটি স্থাপন করেন।
advertisement
advertisement
আরও পড়ুন: Hooghly News: চোখের নিমেষে ব্যাঙ্ক একাউন্ট সাফ, পুলিশের হাতে ধরা পড়ল এটিএম প্রতারণা কাণ্ডের মূল অভিযুক্ত
জানা যায় যে চৈতন্য মহাপ্রভু নীলাচলে যাওয়ার সময় তিনি তাঁর চার ভক্তের সঙ্গে আদিগঙ্গার পাড় ধরে একসময় উপস্থিত হয়েছিলেন এই ছত্রভোগে।
ছত্রভোগে আসার পর তিনি সেখানে রাত্রিযাপন করেন। এবং সেখানে লীলা কীর্তন করেন এবং তিনি তার পদচিহ্ন রেখে যান এই ছত্রভোগে। যেটি আজও সযত্নে রক্ষিত আছে সেখানে।
advertisement
আরও পড়ুন:  Murshidabad Picnic: পিকনিকের নতুন ঠিকানা হীরাঝিল প্রাসাদ! ঘুরে আসুন নতুন বছরে
বর্তমানে আদিগঙ্গার ধারা প্রায় বিলীন হয়ে গিয়েছে। তবে রয়ে গিয়েছে চৈতন্য মহাপ্রভুর আগমনের চিহ্ন‌। এই স্থানটির ঐতিহাসিক গুরত্ব বিবেচনা করে এই স্থানটির সংরক্ষণের দাবি তুলেছেন মন্দিরের সেবায়েতরা।
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News : আজও চৈতন্য মহাপ্রভুর পদচিহ্ন বহন করে চলেছে মথুরাপুরের এই মন্দির
Next Article
advertisement
Ajker Rashifal | Horoscope Today: রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement