১৮ হাজার নাম বাদ, পূর্ব বর্ধমানে আবাস যোজনার তালিকা যাচাইয়ের কাজ শেষের দিকে
- Published by:Siddhartha Sarkar
- Written by:Saradindu Ghosh
Last Updated:
বাদ যাওয়া বাসিন্দাদের অনেকেই পাকা বাড়িতে বাস করছেন আবার একই বাড়িতে বসবাসকারী একাধিক পুরুষ মহিলার নাম ওই তালিকায় ছিল বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
শরদিন্দু ঘোষ, বর্ধমান: পূর্ব বর্ধমান জেলায় প্রধানমন্ত্রী আবাস যোজনায় ১৮ হাজার উপভোক্তার নাম বাদ গিয়েছে। জেলা প্রশাসন সূত্রে এই তথ্য জানা গিয়েছে। সমীক্ষার পর আরও অনেকের নাম বাদ যেতে পারে বলে মনে করছেন প্রশাসনের আধিকারিকরা। বাদ যাওয়া বাসিন্দাদের অনেকেই পাকা বাড়িতে বাস করছেন আবার একই বাড়িতে বসবাসকারী একাধিক পুরুষ মহিলার নাম ওই তালিকায় ছিল বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পূর্ব বর্ধমানে প্রস্তাবিত উপভোক্তাদের তালিকায় এক লক্ষ ৯২ হাজার জনের নাম রয়েছে। মঙ্গলবার পর্যন্ত সরেজমিন সমীক্ষায় ১৮ হাজার উপভোক্তার নাম বাদ গিয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা দ্বিতীয় পর্যায়ে (আবাস প্লাস) উপভোক্তাদের তালিকা যথাযথ রয়েছে কিনা তা খতিয়ে দেখার কাজ চলছে জেলা জুড়ে। এলাকায় এলাকায় আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীদের দিয়ে উপভোক্তাদের তালিকা ধরে ধরে সমীক্ষা চালানো হচ্ছে। কারা এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য সেই নির্দিষ্ট গাইডলাইন আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীদের দিয়ে দেওয়া হয়েছিল। তারা সেই গাইডলাইন অনুযায়ী উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে সরেজমিন পরিদর্শন করছেন। তাতেই এখনও পর্যন্ত ১৮ হাজার উপভোক্তার নাম বাদ গিয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। এদের অনেকেই পাকা বাড়ি রয়েছে বলেও তথ্য উঠে এসেছে। শুধু তাই নয়, একই বাড়িতে থাকা একাধিক পুরুষ মহিলার নাম ওই তালিকায় ছিল বলেও জানা গিয়েছে। তাদের নাম তালিকা থেকে বাদ যাচ্ছে।
advertisement
advertisement
জেলাশাসক প্রিয়াঙ্কা জানান, কাঁচা বাড়ি রয়েছে বা গৃহহীন পুরুষ মহিলারাই প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পেতে পারেন। এর সঙ্গে আরও কিছু নিয়ম যুক্ত রয়েছে। পাকা বাড়িতে যারা বাস করছেন তাদের নাম এই তালিকা থেকে বাদ যাবে।
advertisement
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, তালিকা তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে। যাদের নাম নিচুস্তরে সমীক্ষায় বাদ গিয়েছে তাঁদের নাম আর গ্রামসভায় বাদ দেওয়ার প্রয়োজন নেই। বৃহস্পতিবার থেকে জেলায় গ্রামসভা বৈঠকে অনুপযুক্তদের নাম বাদ দেওয়া যেতে পারে। ওই সভায় প্রস্তাবিত তালিকা অনুমোদন করে জেলায় পাঠাতে হবে। সেখানে জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) কাজল রায় ও আবাস প্রকল্পের নোডাল অফিসার মৃণ্ময় মণ্ডলদের নিয়ে গঠিত কমিটি চূড়ান্ত অনুমোদন দেবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 14, 2022 5:33 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
১৮ হাজার নাম বাদ, পূর্ব বর্ধমানে আবাস যোজনার তালিকা যাচাইয়ের কাজ শেষের দিকে