টানা পাঁচ থেকে ছয় দিন ধরে চলে লক্ষ্মীপুজোর আরম্ভর। সমস্ত গ্রামের প্রত্যেক পাড়াতে আয়োজন হয় লক্ষ্মী পুজোর। লক্ষ্মীপূজো উপলক্ষে প্রতিটা মণ্ডপে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয় যেমন যাত্রা, গাজন গান, নাচ গান, পুতুল নাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এরকম বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করে ক্লাবের পক্ষ থেকে প্রতিটা গ্রামে মানুষ মেতে ওঠে। দূর্গা পুজোর মতন ওই সমস্ত এলাকার মানুষরা সন্ধ্যে হলেই নতুন জামা কাপড় পড়ে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েন।
advertisement
আরও পড়ুনঃ ৫০তম বর্ষের শ্যামা পুজোর খুঁটি পুজো ইয়ং ব্লাড ক্লাবের
দুর্গা পুজোতে নয় লক্ষ্মী পূজোতে ওই সমস্ত এলাকার ছোট থেকে বড় সবাই নতুন জামা কাপড় পড়ে।শুধুই মণ্ডপ নয়, এই সমস্ত এলাকায় মন্ডপে থাকে থিমের ছোঁয়া সমস্ত মণ্ডপ জুড়ে এলাকায় ৩০ টারও বেশি লক্ষ্মীপুজোর আয়োজন হয়। কোথাও জাহাজের আদলে তৈরি করা হয়েছে মন্ডপ সাথে মানানসই করে লক্ষ্মী প্রতিমার রূপ দেয়া হয়েছে।
আরও পড়ুনঃ ভিন রাজ্যের পূণ্যার্থীদের কথা মাথায় রেখে সাগরে তৈরি হল ফুড কোর্ট
কোথাও আবার আলি বাবা, ৪০ চোরের সেই টিচিং ফাঁকের গল্পে আদলে তৈরি করা হয়েছে মন্ডপ দর্শনার্থীরা চিচিং ফাঁক বললেই খুলে যাবে মন্ডপের দরজা, কোথাও আবার মন্ডপের মধ্যে লক্ষ্মী প্রতিমা রাধা কৃষ্ণের আদলে ঝুলন দোলাতে দুলছে, কোথাও আবার বাঁশের চ্যাড়া দিয়ে তৈরি প্রতিমা, এই ধরনের বিভিন্ন থিমের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে লক্ষী পূজার মন্ড চলবে টানা 6 দিন ধরে। এলাকার মানুষ প্রতিমা দেখতে উপচে পড়া ভিড় চোখে পড়ছে।
Suman Saha