TRENDING:

South 24 Parganas News: লক্ষ্মীপুজোতেই দুর্গোৎসবের আনন্দে মাতে এই গ্রামের মানুষ!

Last Updated:

এলাকার লক্ষ্মীপূজো, দুর্গা উৎসবের মেজাজ গ্রামের। লক্ষী পুজোতে মেতে ওঠেন দক্ষিণ ২৪ পরগনা জেলার উস্তি ও মন্দির বাজার মধ্যস্থলে। কেঁচোরপুর দাসপাড়া, গোপালনগর, চৌঘরি, এই সমস্ত গ্রামের বাসিন্দারা মেতে ওঠে লক্ষ্মী পুজোতে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দক্ষিণ ২৪ পরগনা : এলাকার লক্ষ্মীপূজো, দুর্গা উৎসবের মেজাজ গ্রামের। লক্ষী পুজোতে মেতে ওঠেন দক্ষিণ ২৪ পরগনা জেলার উস্তি ও মন্দির বাজার মধ্যস্থলে। কেঁচোরপুর দাসপাড়া, গোপালনগর, চৌঘরি, এই সমস্ত গ্রামের বাসিন্দারা মেতে ওঠে লক্ষ্মী পুজোতে। এই সমস্ত গ্রামের মানুষদের দাবি এলাকার দীর্ঘদিন ধরে গ্রামের সব থেকে বড় উৎসব হলো দুর্গা পুজোয়। এই সমস্ত গ্রামে তেমনভাবে দুর্গাপুজো হয় না। গ্রামের কচিকাঁচা থেকে ছোট বড় লক্ষ্মী পুজোর জন্য অপেক্ষায় থাকেন গ্রামের বাসিন্দারা। বিভিন্ন থিমের মাধ্যমে ফুটিয়ে তোলা হয় মন্ডপ। আর ওই মন্ডপে লক্ষীর আরাধনা হয়।
লক্ষ্মীপুজোতে মেতেছে গ্রাম
লক্ষ্মীপুজোতে মেতেছে গ্রাম
advertisement

টানা পাঁচ থেকে ছয় দিন ধরে চলে লক্ষ্মীপুজোর আরম্ভর। সমস্ত গ্রামের প্রত্যেক পাড়াতে আয়োজন হয় লক্ষ্মী পুজোর। লক্ষ্মীপূজো উপলক্ষে প্রতিটা মণ্ডপে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয় যেমন যাত্রা, গাজন গান, নাচ গান, পুতুল নাচ সাংস্কৃতিক অনুষ্ঠান এরকম বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করে ক্লাবের পক্ষ থেকে প্রতিটা গ্রামে মানুষ মেতে ওঠে। দূর্গা পুজোর মতন ওই সমস্ত এলাকার মানুষরা সন্ধ্যে হলেই নতুন জামা কাপড় পড়ে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েন।

advertisement

আরও পড়ুনঃ ৫০তম বর্ষের শ্যামা পুজোর খুঁটি পুজো ইয়ং ব্লাড ক্লাবের

 

View More

 

দুর্গা পুজোতে নয় লক্ষ্মী পূজোতে ওই সমস্ত এলাকার ছোট থেকে বড় সবাই নতুন জামা কাপড় পড়ে।শুধুই মণ্ডপ নয়, এই সমস্ত এলাকায় মন্ডপে থাকে থিমের ছোঁয়া সমস্ত মণ্ডপ জুড়ে এলাকায় ৩০ টারও বেশি লক্ষ্মীপুজোর আয়োজন হয়। কোথাও জাহাজের আদলে তৈরি করা হয়েছে মন্ডপ সাথে মানানসই করে লক্ষ্মী প্রতিমার রূপ দেয়া হয়েছে।

advertisement

আরও পড়ুনঃ ভিন রাজ‍্যের পূণ‍্যার্থীদের কথা মাথায় রেখে সাগরে তৈরি হল ফুড কোর্ট

কোথাও আবার আলি বাবা, ৪০ চোরের সেই টিচিং ফাঁকের গল্পে আদলে তৈরি করা হয়েছে মন্ডপ দর্শনার্থীরা চিচিং ফাঁক বললেই খুলে যাবে মন্ডপের দরজা, কোথাও আবার মন্ডপের মধ্যে লক্ষ্মী প্রতিমা রাধা কৃষ্ণের আদলে ঝুলন দোলাতে দুলছে, কোথাও আবার বাঁশের চ্যাড়া দিয়ে তৈরি প্রতিমা, এই ধরনের বিভিন্ন থিমের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে লক্ষী পূজার মন্ড চলবে টানা 6 দিন ধরে। এলাকার মানুষ প্রতিমা দেখতে উপচে পড়া ভিড় চোখে পড়ছে।

advertisement

 

 

 

সেরা ভিডিও

আরও দেখুন
এভারেস্ট জয় করে ফেরা হয়নি শিক্ষকের! রানাঘাট চারের পল্লীর বিশ্বের সম্মান দিল সুব্রত ঘোষকে
আরও দেখুন

Suman Saha

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: লক্ষ্মীপুজোতেই দুর্গোৎসবের আনন্দে মাতে এই গ্রামের মানুষ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল