এই অভিযোগ তুলে আইসিডিএস সেন্টারের দিদিমণিকে ঘিরে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। আইসিডিএস সেন্টারের শিক্ষিকা প্রণতি খাটুয়া, অভিভাবকদের নলকুপ না থাকার অভিযোগ মেনে নিলেও পুকুরের জলে রান্না কোথাও অস্বীকার করেন।
আরও পড়ুন ঃ দাবাং পুলিশ অফিসার! বাহুবলী ক্লাবের একী দশা করলেন বাস্তবের ‘সল্লু-ভাই’! চমকে যাবেন
তিনি বলেন, “প্রায় পাঁচ বছর কোন নলকূপ স্কুলে নেই। বছর দুই আগে স্কুলের কিছুটা দূরে নলকূপ বসলেও তা বহুদিন খারাপ হয়ে পড়ে আছে।” তিনি এ বিষয়ে বারবার সবাইকে জানিয়েছেন, কিন্তু কোন কাজের কাজ হয়নি। আগামী দিনে বিষয়ে তিনি উদ্যোগের জন্য কর্তৃপক্ষকে জানাবেন।
advertisement
এই বিষয়ে নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি বলেন আইসিডিএস সেন্টারে নলকূপ বসানোর কথা ভাবা হচ্ছে। তিনি বলেছেন, “এই রকম কোনও খবর আমার কাছে এখনো আসেনি। যদি এমন কোন ঘটনা ঘটে থাকে তাহলে বিষয়টি খতিয়ে দেখা হবে।”
নবাব মল্লিক