রায়দিঘির দিঘিকে কেন্দ্র করে ২৫ বিঘা জায়গায় কয়েক কোটি টাকা ব্যয় করে ইকো টুরিজম পার্ক গড়ে ওঠে। সেখানে আনা হয় বোট। সেই বোট এখন চলে না বললেই চলে। পার্কের একদিকে রাস্তাও তৈরি হয়নি।
চারিদিকে আবর্জনা, ভাঙ্গা পরিকাঠামো সব মিলিয়ে ক্ষোভ বাড়ছে পর্যটকদের মধ্যে। যে জায়গাটি পর্যটকদের আকর্ষণে কেন্দ্র হওয়ার কথা ছিল, সেখানে অযত্নের ছাপ স্পষ্ট। নেই নজরদারি।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
এ নিয়ে বিধায়ক ডা: অলক জলদাতা জানিয়েছেন, শীঘ্রই সাজিয়ে তোলা হবে ইকো ট্যুরিজম পার্ক। কর্মীরা কাজ করবেন। নতুন বছরে আরও সুন্দর হবে পরিবেশ।
দিঘিটি মিরিক লেকের আদলে তৈরি হয়েছিল। দিঘির গেটটি তৈরি হয়েছিল একটি পাতার আদলে। প্রায় ৭০ বিঘা জায়গায় দিঘি ও পার্ক ২৫ বিঘা জায়গায়। বিশাল পরিকাঠামো চালিয়ে যেতে সুন্দরবন উন্নয়ন পর্ষদ, দক্ষিণ ২৪ পরগণা জেলা পরিষদ, রাজ্যের পর্যটন বিভাগ সহ একাধিক দফতর কাজ করে।
আরও পড়ুনHowrah News: বোটানিক্যাল গার্ডেনে বিরাট পার্কিং জোন আরও সুবিধা উদ্যানে বেড়াতে আসা মানুষের
বর্তমানে আমূল বদলে ফেলা হয় দিঘিটিকে। গাছের ছায়ায় ঘেরা এই দিঘিতে দিনের বেলায় সবসময় শীতল বাতাস প্রবাহিত হয়। তবে সমস্ত কিছু সরিয়ে আবার নতুন রূপে গড়ে উঠবে এই দিঘি এই আশায় বুক বাঁধছেন পর্যটক থেকে সকলেই। নতুন বছরে নতুন দিনের সূচনা হবে এটাই চাইছেন স্থানীয় বাসিন্দারা।
নবাব মল্লিক





