South 24 Parganas News: বেহাল রায়দিঘির জলাশয়! পিকনিকের মরশুমে মন খারাপ পর্যটকদের
- Reported by:Nawab Ayatulla Mallick
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
বছর ঘুরতে না ঘুরতেই বেহাল অবস্থা রায়দিঘির দিঘির। যার জেরে মন খারাপ পর্যটকদের। যদিও নতুন বছরের আগেই এই সমস্যা ঠিক করে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
রায়দিঘি, দক্ষিণ ২৪ পরগনা: বছর ঘুরতে না ঘুরতেই বেহাল অবস্থা রায়দিঘির দিঘির। যার জেরে মন খারাপ পর্যটকদের। যদিও নতুন বছরের আগেই এই সমস্যা ঠিক করে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
রায়দিঘির দিঘিকে কেন্দ্র করে ২৫ বিঘা জায়গায় কয়েক কোটি টাকা ব্যয় করে ইকো টুরিজম পার্ক গড়ে ওঠে। সেখানে আনা হয় বোট। সেই বোট এখন চলে না বললেই চলে। পার্কের একদিকে রাস্তাও তৈরি হয়নি।
চারিদিকে আবর্জনা, ভাঙ্গা পরিকাঠামো সব মিলিয়ে ক্ষোভ বাড়ছে পর্যটকদের মধ্যে। যে জায়গাটি পর্যটকদের আকর্ষণে কেন্দ্র হওয়ার কথা ছিল, সেখানে অযত্নের ছাপ স্পষ্ট। নেই নজরদারি।
advertisement
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
এ নিয়ে বিধায়ক ডা: অলক জলদাতা জানিয়েছেন, শীঘ্রই সাজিয়ে তোলা হবে ইকো ট্যুরিজম পার্ক। কর্মীরা কাজ করবেন। নতুন বছরে আরও সুন্দর হবে পরিবেশ।
দিঘিটি মিরিক লেকের আদলে তৈরি হয়েছিল। দিঘির গেটটি তৈরি হয়েছিল একটি পাতার আদলে। প্রায় ৭০ বিঘা জায়গায় দিঘি ও পার্ক ২৫ বিঘা জায়গায়। বিশাল পরিকাঠামো চালিয়ে যেতে সুন্দরবন উন্নয়ন পর্ষদ, দক্ষিণ ২৪ পরগণা জেলা পরিষদ, রাজ্যের পর্যটন বিভাগ সহ একাধিক দফতর কাজ করে।
advertisement
বর্তমানে আমূল বদলে ফেলা হয় দিঘিটিকে। গাছের ছায়ায় ঘেরা এই দিঘিতে দিনের বেলায় সবসময় শীতল বাতাস প্রবাহিত হয়। তবে সমস্ত কিছু সরিয়ে আবার নতুন রূপে গড়ে উঠবে এই দিঘি এই আশায় বুক বাঁধছেন পর্যটক থেকে সকলেই। নতুন বছরে নতুন দিনের সূচনা হবে এটাই চাইছেন স্থানীয় বাসিন্দারা।
advertisement
নবাব মল্লিক
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
Dec 20, 2025 11:06 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
South 24 Parganas News: বেহাল রায়দিঘির জলাশয়! পিকনিকের মরশুমে মন খারাপ পর্যটকদের









