Viral News: দাবাং পুলিশ অফিসার! বাহুবলী ক্লাবের একী দশা করলেন বাস্তবের 'সল্লু-ভাই'! চমকে যাবেন
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:NAWAB AYATULLA MALLICK
Last Updated:
Viral News: ক্লাবের নাম 'বাহুবলী' ! মাটিতে নেমে এলেন বাস্তবের 'সলমন খান'! দাবাং পুলিশ অফিসারের কাণ্ড জানলে চমকে যাবেন!
ডায়মন্ডহারবার: আমরা সাধারণত এলাকার নামে অথবা মনীষীদের নামেই বিভিন্ন এলাকার ক্লাবের নাম শুনি, কিন্তু এই ক্লাবের নামই বাহুবলী ? তাহলে বুঝুন কত কাণ্ডই না ঘটে এই ক্লাবে। তবে সেই ক্লাবে যাই ঘটুক না কেন। শেষমেস ক্লাবের অস্তিত্বই মুছে দিলেন ডায়মন্ড হারবারের দাবাং অফিসার মিতুন কুমার দে। খবর ছিল বেশ কয়েকদিন ধরেই এই ক্লাব থেকেই চলছিল অসামাজিক কাজকর্ম।কিন্তু দুষ্কৃতীরা বুঝতেই পারেনি তাঁদের উপর নজর রাখছিলেন ডায়মন্ড হারবারের এই দাবাং অফিসার।
আচমকাই উস্তি থানার অফিসার ইনচার্জ বৈদ্যনাথ দাস এবং বিশাল পুলিশ বাহিনী নিয়ে এসডিপিও মিতুন কুমার দে স্টেশন লাগোয়া দেউলার বাহুবলী ক্লাবে হানা দেন। উদ্ধার হয় একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড গুলি , চপার এবং নেপলা।এই ঘটনায় এখনও অবধি গ্রেফতার করা হয়েছে কুখ্যাত দুষ্কৃতি ফিরোজ মোল্লা ওরফে লাল্টু , আজিজেল মোল্লা ওরফে বোগো মোল্লা, সয়েদ গাজী এবং রাহুল গাজীকে ।
advertisement
advertisement
এছাড়াও গা ঢাকা দিয়েছে আরও ৫ থেকে ৬ জন দুষ্কৃতী।এরা প্রত্যেকেই ওই এলাকায় ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিলেন। এই ধরনের কাজ প্রতিহত করায় স্থানীয় মানুষজন পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। তবে বাহুবলী ক্লাব কিভাবে এলাকায় প্রতিষ্ঠিত হল সেই চিন্তাই এখন করছে এলাকার মানুষজন।
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 24, 2023 11:46 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viral News: দাবাং পুলিশ অফিসার! বাহুবলী ক্লাবের একী দশা করলেন বাস্তবের 'সল্লু-ভাই'! চমকে যাবেন