South 24 Parganas News: মুখ পুড়ল বাংলাদেশের! ভারতীয় ট্রলারে ধাক্কা ওদের নৌসেনার, হাতেনাতে প্রমাণ দিয়ে দিল মৎসজীবী

Last Updated:

ভারতীয় মৎস্যজীবীদের ট্রলারে ধাক্কা বাংলাদেশ নৌসেনা প্রমাণ তুলে দিল ভারতীয় জেলেরা। উদ্ধার করা ভারতীয় ট্রলার থেকে বাংলাদেশ যুদ্ধ জাহাজের টুকরো, লেগে থাকা রঙ প্রমাণ হিসাবে তুলে দেওয়া হয়েছে।

তুলে দেওয়াই হচ্ছে প্রমাণ
তুলে দেওয়াই হচ্ছে প্রমাণ
কাকদ্বীপ, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: ভারতীয় মৎস্যজীবীদের ট্রলারে ধাক্কা বাংলাদেশ নৌসেনা প্রমাণ তুলে দিল ভারতীয় মৎসজীবীরা। উদ্ধার করা ভারতীয় ট্রলার থেকে বাংলাদেশ যুদ্ধ জাহাজের টুকরো, লেগে থাকা রঙ প্রমাণ হিসাবে তুলে দেওয়া হয়েছেভারতীয় ফিসিং বোটে লেগে থাকা বাংলাদেশী নৌসেনার জাহাজের ভগ্নাংশ প্রমাণ হিসাবে তুলে দেওয়া হয়েছে আইসিজির ডেপুটি কমান্ডেন্টের হাতে। এই খবর নিশ্চিত করেছেন মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র। 
advertisement
যদিও এখনও পর্যন্ত বঙ্গোপসাগরের টহলদার জাহাজ দিয়ে ধাক্কা মেরে ভারতীয় মৎস্যজীবীদের নৌকা ডুবিয়ে দেওয়ার অভিযোগ অস্বীকার করছে বাংলাদেশ নৌসেনা। সে দেশের আন্তঃবাহিনী জনসংযোগ দফতর (আইএসপিআর)-এর প্রধান লেফটেন্যান্ট কর্নেল সামিউদদৌলা চৌধুরী এক বিবৃতিতে দাবি করেছেন, “সম্প্রতি কিছু কিছু সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম বাংলাদেশ নৌবাহিনীকে জড়িয়ে ভিত্তিহীন, বিভ্রান্তিকর এবং ভুল তথ্য প্রচার করছে।
advertisement
advertisement
বাংলাদেশে ফৌজের দাবি, দক্ষিণ ২৪ পরগনার নামখানার ট্রলার পারমিতা-১০ দুর্ঘটনাগ্রস্ত হওয়ার সময় তাদের নৌসেনার টহলদার জলযান ছিল ১২ মাইলেরও বেশি দূরে ছিল। বিবৃতিতে লেখা হয়েছে, “সোমবার (১৫-১২-২০২৫) বাংলাদেশ সময় ১৫১৫ ঘটিকায় ভারতীয় কোস্ট গার্ডের মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার (এমআরসিসি) থেকে মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার, ঢাকাকে ই-মেল এর মাধ্যমে জানানো হয় যে, পারমিতা-১০ নামে একটি ভারতীয় মাছধরার ট্রলার বঙ্গোপসাগরের ভারতীয় জলসীমায় ১৬ জন জেলে-সহ ডুবে গিয়েছেভারতীয় অপর একটি মাছধরার ট্রলার আইএফবি রঘুপতি কর্তৃক এ পর্যন্ত পারমিতা-১০ এর ১১ জন জেলেকে উদ্ধার করা হয়েছে এবং বাকি ৫ জন জেলে নিখোঁজ রয়েছেন
advertisement
এবার ভারতীয় মৎস্যজীবীদের প্রমাণ তুলে দেওয়ায় মুখ পুড়েছে বাংলাদেশের। প্রমাণ সহ সবকিছু মৎস্যজীবীরা তুলে দিয়েছে। এই ঘটনায় ক্ষোভ বাড়ছে মৎস্যজীবীদের মনে।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: মুখ পুড়ল বাংলাদেশের! ভারতীয় ট্রলারে ধাক্কা ওদের নৌসেনার, হাতেনাতে প্রমাণ দিয়ে দিল মৎসজীবী
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement