Narendra Modi: ঘন কুয়াশার জের, রানাঘাটে নামতেই পারল না মোদির কপ্টার! ফিরল কলকাতায়

Last Updated:

প্রসঙ্গত, ছ’বছর আগে তাহেরপুরের মাঠে সভা করেছিলেন প্রধানমন্ত্রী। সে বার প্রতিশ্রুতি দিয়েছিলেন, সিএএ (সংশোধিত নাগরিকত্ব আইন) পাস করিয়ে উদ্বাস্তুদের স্থায়ী নাগরিকত্বের পথ পরিষ্কার করবেন। প্রতিশ্রুতি রেখেছেন। এ বার ফের রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর আবহে তাহেরপুরে মোদি।

News18
News18
মালদহ: শনিবার কলকাতায় পা রাখলেন নরেন্দ্র মোদি৷ পশ্চিমবঙ্গে এসআইআর আবহে মতুয়া গড়ে রানাঘাটের তাহেরপুরে এই নিয়ে চতুর্থতম পরিবর্তন সংকল্প সভায় যোগ দিতে চলেছেন মোদি৷ তার আগে বিশেষ বিমানে কলকাতায় নামলেন তিনি৷ শনিবার সকাল ১০টা ৩৩ মিনিটে কলকাতা বিমানবন্দরে নামেন প্রধানমন্ত্রী মোদি। সেখানে তাঁকে রাজ্যের তরফে স্বাগত জানান মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং মুখ্যসচিব মনোজ পন্থ। তারপর সকাল ১১টা ১৫মিনিট নাগাদ কলকাতা থেকে হেলিকপ্টারে করে তাহেরপুরের উদ্দেশে রওনা দেন তিনি৷
advertisement
কিন্তু, ঘন কুয়াশার কারণে রানাঘাটের হেলিপ্যাডে নামতে পারেনি মোদির কপ্টার৷  ফিরিয়ে আনা হয় কলকাতায়৷ তবে, পরে সড়কপথে তাহেরপুরে যেতে পারেন মোদি৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীfর তাহেরপুর যাওয়া নিয়ে চলছে উচ্চ পর্যায়ে বৈঠক। তবে প্রধানমন্ত্রীর নিরাপত্তা জনিত বেশ কিছু গাইডলাইন থাকে। কিন্তু সেগুলো রাজ্যের সাথে বৈঠক করার পরেই পরবর্তী সিদ্ধান্ত নিতে পারবে৷ এসপিজি বিষয়টি দেখছে বলে জানা গিয়েছে৷
advertisement
advertisement
অন্যদিকে, তাহেরপুরের সভায় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীসভাস্থলে ইতিমধ্যেই জড়ো হতে শুরু করেছেন বহু মানুষ৷ বক্তৃতা করতে শুরু করে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সুকান্তের কটাক্ষ, ‘‘মোদি সরকার বিকশিত ভারত করার দিকে অগ্রসর হচ্ছেন। পশ্চিমবঙ্গ বিকশিত না হলে ভারত বিকশিত হবে না। ২০২৬ সালে সেই পশ্চিমবঙ্গ তৈরির চেষ্টা করছি। কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব।’’
advertisement
প্রসঙ্গত, ছ’বছর আগে তাহেরপুরের মাঠে সভা করেছিলেন প্রধানমন্ত্রী। সে বার প্রতিশ্রুতি দিয়েছিলেন, সিএএ (সংশোধিত নাগরিকত্ব আইন) পাস করিয়ে উদ্বাস্তুদের স্থায়ী নাগরিকত্বের পথ পরিষ্কার করবেন। প্রতিশ্রুতি রেখেছেন। এ বার ফের রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর আবহে তাহেরপুরে মোদি
advertisement
তাহেরপুরের নেতাজি পার্ক ময়দানে মোদির সভাস্থল। সেখানে ৩,২০০ কোটি টাকারও বেশি মূল্যের জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন বলে জাতীয় সড়ক কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে। ১২ নম্বর জাতীয় সড়কের কৃষ্ণনগর থেকে বড়জাগুলি পর্যন্ত প্রায় ৬৮ কিলোমিটার অংশকে চার লেন করে তোলার কাজ শেষ হয়েছে। সেই অংশেরই আনুষ্ঠানিক উদ্বোধন শনিবার মোদীর হাতে হবে। পাশাপাশিই বারাসত থেকে বড়জাগুলি পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার অংশকে চার লেন করে তোলার কাজের শিলান্যাস করবেন তিনি।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Narendra Modi: ঘন কুয়াশার জের, রানাঘাটে নামতেই পারল না মোদির কপ্টার! ফিরল কলকাতায়
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement