Indian Railways: ৭-৮ টা হাতির ভয়ঙ্কর মৃত্যু! ওখানে আসার কথাই ছিল না হাতির পালের...তাহলে কেন? রাজধানীর দুর্ঘটনা ফের তুলছে প্রশ্ন
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Satabdi Adhikary
Last Updated:
রেল সূত্রে খবর, শনিবারের দুর্ঘটনাটি ঘটেছে উত্তর-পূর্ব রেলের যমুনামুখ-কামপুর সেকশনের লামডিং ডিভিশনে৷
advertisement
advertisement
advertisement
উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, দূর্ঘটনাস্থল থেকে ১০ কিমি দূরে হাতি ছিল। বন দফতর তাদের তেমনটাই জানিয়েছিল। যদিও তার আগেই দূর্ঘটনা ঘটে। মধ্যরাতে ঘন কুয়াশা ছিল। লাইনে হাতি চলে এসেছে, এটা বুঝতে পেরে এমারজেন্সি ব্রেক প্রয়োগ করেন চালক। তারপরেও এই দূর্ঘটনা। LHB কোচ থাকার কারণে যাত্রীদের আঘাত কম লাগে।
advertisement
advertisement
সাধারণত, হাতির পালেদের যাতায়াতের জন্য নির্দিষ্ট একটি পথ থাকে৷ যাকে হাতিদের করিডর হিসাবে চিহ্নিত করা হয়৷ কিন্তু, সূত্রের খবর, হাতিরা এখন প্রায়শই এভাবে করিডর না মেনে অন্যত্র চলে আসছে হাতির পাল৷ যার জন্য আলিপুরদুয়ার, শিলিগুড়িতে প্রায়শই এই কারণে ট্রেনচালকদের এমার্জেন্সি ব্রেক কষে দাঁড়িয়ে যেতে হচ্ছে৷
advertisement








