South 24 Parganas News: জয়নগরের শতাব্দী প্রাচীন লাইব্রেরিতে বই পড়ার সুযোগ থেকে বঞ্চিত বাসিন্দারা, সপ্তাহের মাত্র ১ দিন খুলছে গ্রন্থাগারের দরজা
- Reported by:Suman Saha
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
South 24 Parganas News: জয়নগর মজিলপুরে রয়েছে শতাব্দী প্রাচীন বান্ধব লাইব্রেরি। একসময়ে শিবনাথ শাস্ত্রীও এসে বই পড়েছেন এখানে। কিন্তু সেই লাইব্রেরিতে আজ বই পড়ার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকার বাসিন্দারা।
জয়নগর মজিলপুরে রয়েছে শতাব্দী প্রাচীন বান্ধব লাইব্রেরি। এটি শহর গ্রন্থাগার বলেও পরিচিত। জয়নগরের জমিদার তথা প্রত্নতাত্ত্বিক কালিদাস দত্ত, হরপ্রসাদ শাস্ত্রী প্রমুখের পৃষ্ঠপোষকতায় গড়ে উঠেছিল লাইব্রেরিটি। পদধূলি পড়েছিল শিবনাথ শাস্ত্রীর। কিন্তু সেই লাইব্রেরিতে আজ বই পড়ার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকার বাসিন্দারা। (তথ্য ছবি সুমন সাহা)
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement








