দক্ষিণ ২৪ পরগণা জয়নগর ২ নম্বর ব্লকের নিমপীঠ এলাকায় এক চাষী স্বপন মণ্ডল তার সমস্যা কথা আমাদের বলেন। পাশাপাশি তিনি আরও বলেন, যদি কয়েক দিনের মধ্যে বৃষ্টি না হয় তাহলে চাষের বড়সড় ক্ষতি হয়ে যাবে এবং ফলন অনেকটাই কম হবে। এলাকার চাষীরা কীভাবে তাদের সবজি বাঁচাবেন এবং ধান গাছ রোপন করবেন সে বিষয়ে বারে বারে নিমপীঠ কৃষিবিজ্ঞান কেন্দ্রে বিজ্ঞানীদের দ্বারস্থ হলে অবশেষে জমি পরিদর্শনে আসেন নিমপীঠ শ্রীরামকৃষ্ণ কৃষিবিজ্ঞান কেন্দ্রের কৃষিবিজ্ঞানী দীপক কুমার রায়।
advertisement
আরও পড়ুন: জেল নাকি ফের ইডি হেফাজত, স্বাস্থ্য পরীক্ষা শেষে ব্যাঙ্কশাল আদালতে পার্থ-অর্পিতা
বর্তমান পরিস্থিতিতে চাষীরা তাদের ধান গাছ কীভাবে রোপন করবেন মাঠে এসেই সে কথা জানালেন তিনি। পাশাপাশি কীভাবে তাদের মাঠের সবজি এবং ধান গাছ বাঁচাবেন সে বিষয়েও চাষীদের সঙ্গে কথাও বলেন পাশাপাশি তিনি বলেন দক্ষিণ ২৪ পরগণার বিস্তীর্ণ এলাকার তেমনভাবে বৃষ্টি যদি না হয় তার কারণে ফলনের চাহিদা অনেকটা কম হবে আশঙ্কা করছে এবং ধানের দাম অনেকটাই বেড়ে যাবে বলে মনে করছেন কৃষিবিজ্ঞানী।
সুমন সাহা