TRENDING:

South 24 Parganas News : ভালবাসার টানে আয়ারল্যান্ড থেকে সুন্দরবনে চলে এসেছেন এক তরুণী

Last Updated:

South 24 Parganas News : ভালবাসা দিয়ে গোটা পৃথিবী জয় করা যায় তা প্রমাণ করে দিলেন এক মহিলা। সুদুর আয়ারল্যান্ড থেকে ভালবাসার টানে তিনি এলেন সুন্দরবন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সুমন সাহা, ঝড়খালি : ভালবাসার শক্তি কোন কিছুতেই হার মানে না। ভালবাসা দিয়ে গোটা পৃথিবী জয় করা যায় তা প্রমাণ করে দিলেন এক মহিলা। সুদুর আয়ারল্যান্ড থেকে ভালবাসার টানে সুন্দরবনে চলে এসেছেন সিনেট ফক্স । তবে তাঁর প্রেম একটু ব্যতিক্রমী। তিনি ভালবেসেছেন সুন্দরবনের ম্যানগ্রোভকে।
advertisement

গোটা পৃথিবী যখন বিশ্ব উষ্ণায়নের শিকার হয়ে পড়েছে, তখন নিজেকে ভালবাসার আগে পরিবেশকে ভালোবাসা দরকার-এই কথাটি সিনেট মনে করেছেন। সুন্দরবন পৃথিবীর অক্সিজেনের একটি বড় ভান্ডার। তাই সুন্দরবন বাঁচলে গোটা পৃথিবী রক্ষা পাবে এমনটাই মনে করেন আয়ারল্যান্ডের এই মহিলা। তাই তিনি ম্যানগ্রোভ রক্ষার বার্তা দিতে দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তী ব্লকের ঝড়খালিতে চলে এসেছেন সবুজ বাহিনীর মহিলাদের সঙ্গে দেখা করার জন্য।

advertisement

আরও পড়ুন :  কনের তর্জনীর সিঁদুর বরের কপালে, কন্যাদান প্রথা বাদ দিয়ে মহিলা পুরোহিতের উপস্থিতিতে ছকভাঙা বিয়ে

ঝড়খালি সবুজ বাহিনীর মহিলারা দীর্ঘ কয়েক বছর ধরে ঝড়খালির বিভিন্ন প্রান্তের নদী বাঁধের পাশে ম্যানগ্রোভের চারা রোপণ করে চলেছেন সুন্দরবন রক্ষার জন্য। এদিন তিনি সবুজ বাহিনী মহিলাদের সঙ্গে বিভিন্ন গ্রাম ঘুরে ম্যানগ্রোভ বনাঞ্চল দেখেন। মহিলাদের বিভিন্ন সমস্যার কথাও তিনি জেনেছেন। বিশেষ করে ব্যাঘ্র বিধবা মহিলাদের কথা তাঁর মনে দাগ কেটে গেছে। তিনি খুব ব্যথিত হয়েছে সুন্দরবনের মানুষের জীবন জীবিকার কথা শুনে ।

advertisement

View More

আরও পড়ুন :  অল্প বয়সেই মাথাভর্তি পাকা চুল? রান্নাঘরের এই তিন উপকরণেই দূর হবে সাদা চুল

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় জগন্নাথ মন্দিরে প্রথম অন্নকূট ও গোবর্ধন পুজো, গোলাপের পাপড়িতে মুড়ল মন্দির চত্বর
আরও দেখুন

আইরিশ সিনেট নিজের হাতে নদীবাঁধের পাশে ম্যানগ্রোভের চারা রোপন করেন এবং গ্রামের মহিলাদের হাতের রান্না খেয়ে খুব খুশি হয়েছেন। সবুজ বাহিনীর মহিলারা একটি টি-শার্ট উপহার দিয়েছেন। যাতে লেখা আছে 'সেভ সুন্দরবন, সেভ ম্যানগ্রোভ'। সিনেট ফক্স আশ্বাস দিয়েছেন আগামী দিনে সুন্দরবনের মানুষের পাশে থাকার।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News : ভালবাসার টানে আয়ারল্যান্ড থেকে সুন্দরবনে চলে এসেছেন এক তরুণী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল