গোটা পৃথিবী যখন বিশ্ব উষ্ণায়নের শিকার হয়ে পড়েছে, তখন নিজেকে ভালবাসার আগে পরিবেশকে ভালোবাসা দরকার-এই কথাটি সিনেট মনে করেছেন। সুন্দরবন পৃথিবীর অক্সিজেনের একটি বড় ভান্ডার। তাই সুন্দরবন বাঁচলে গোটা পৃথিবী রক্ষা পাবে এমনটাই মনে করেন আয়ারল্যান্ডের এই মহিলা। তাই তিনি ম্যানগ্রোভ রক্ষার বার্তা দিতে দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তী ব্লকের ঝড়খালিতে চলে এসেছেন সবুজ বাহিনীর মহিলাদের সঙ্গে দেখা করার জন্য।
advertisement
আরও পড়ুন : কনের তর্জনীর সিঁদুর বরের কপালে, কন্যাদান প্রথা বাদ দিয়ে মহিলা পুরোহিতের উপস্থিতিতে ছকভাঙা বিয়ে
ঝড়খালি সবুজ বাহিনীর মহিলারা দীর্ঘ কয়েক বছর ধরে ঝড়খালির বিভিন্ন প্রান্তের নদী বাঁধের পাশে ম্যানগ্রোভের চারা রোপণ করে চলেছেন সুন্দরবন রক্ষার জন্য। এদিন তিনি সবুজ বাহিনী মহিলাদের সঙ্গে বিভিন্ন গ্রাম ঘুরে ম্যানগ্রোভ বনাঞ্চল দেখেন। মহিলাদের বিভিন্ন সমস্যার কথাও তিনি জেনেছেন। বিশেষ করে ব্যাঘ্র বিধবা মহিলাদের কথা তাঁর মনে দাগ কেটে গেছে। তিনি খুব ব্যথিত হয়েছে সুন্দরবনের মানুষের জীবন জীবিকার কথা শুনে ।
আরও পড়ুন : অল্প বয়সেই মাথাভর্তি পাকা চুল? রান্নাঘরের এই তিন উপকরণেই দূর হবে সাদা চুল
আইরিশ সিনেট নিজের হাতে নদীবাঁধের পাশে ম্যানগ্রোভের চারা রোপন করেন এবং গ্রামের মহিলাদের হাতের রান্না খেয়ে খুব খুশি হয়েছেন। সবুজ বাহিনীর মহিলারা একটি টি-শার্ট উপহার দিয়েছেন। যাতে লেখা আছে 'সেভ সুন্দরবন, সেভ ম্যানগ্রোভ'। সিনেট ফক্স আশ্বাস দিয়েছেন আগামী দিনে সুন্দরবনের মানুষের পাশে থাকার।