Grey Hair: অল্প বয়সেই মাথাভর্তি পাকা চুল? রান্নাঘরের এই তিন উপকরণেই দূর হবে সাদা চুল

Last Updated:
Grey Hair: এই উপাদানগুলিতে পাকা চুল দূর হয়। চুলের গুণমানও বজায় থাকে
1/7
অল্প বয়সে পাকা চুল ব্যক্তিত্ব ও সাজের পক্ষে অত্যন্ত হানিকর। কিন্তু এখন এই স্ট্রেসপূর্ণ জীবনযাপনের সময় চুল পাকার কোনও নির্দিষ্ট বয়স নেই।
অল্প বয়সে পাকা চুল ব্যক্তিত্ব ও সাজের পক্ষে অত্যন্ত হানিকর। কিন্তু এখন এই স্ট্রেসপূর্ণ জীবনযাপনের সময় চুল পাকার কোনও নির্দিষ্ট বয়স নেই।
advertisement
2/7
পাকা চুল কালো করতে আমরা সাধারণত হেনা বা হেয়ারকালার ব্যবহার করি। দুটোই কিন্তু চুল রুক্ষ করে তোলে। পরিবর্তে আপনার রান্নাঘরের কিছু উপাদান কিন্তু এই সমস্যায় বেশ কার্যকর।
পাকা চুল কালো করতে আমরা সাধারণত হেনা বা হেয়ারকালার ব্যবহার করি। দুটোই কিন্তু চুল রুক্ষ করে তোলে। পরিবর্তে আপনার রান্নাঘরের কিছু উপাদান কিন্তু এই সমস্যায় বেশ কার্যকর।
advertisement
3/7
এই উপাদানগুলিতে পাকা চুল দূর হয়। চুলের গুণমানও বজায় থাকে।
এই উপাদানগুলিতে পাকা চুল দূর হয়। চুলের গুণমানও বজায় থাকে।
advertisement
4/7
এক গ্লাস জলে বিটের রস, আমলকি পাউডার, চা পাতা মিশিয়ে ফুটিয়ে নিন। তার পর ঘন হয়ে এলে মেশান লেবুর রস। এই মিশ্রণ চুলে লাগালে সাদা চুল দূর হয়। চুলের রুক্ষতাও আর থাকে না।
এক গ্লাস জলে বিটের রস, আমলকি পাউডার, চা পাতা মিশিয়ে ফুটিয়ে নিন। তার পর ঘন হয়ে এলে মেশান লেবুর রস। এই মিশ্রণ চুলে লাগালে সাদা চুল দূর হয়। চুলের রুক্ষতাও আর থাকে না।
advertisement
5/7
১ গ্লাস জলে ২ চামচ চাপাতা মিশিয়ে ফুটিয়ে নিন। তাতে মেশান আমলকি পাউডার ও ৬ টা লবঙ্গদানা। এই মিশ্রণে নিয়মিত চুল ধুয়ে নিন। এই মিশ্রণ ১ ঘণ্টা চুলে রাখার পর ধুয়ে নিন সাধারণ জলে। এতে পাকা চুল কালো হবে। চুলের গুণমানও ভাল থাকে।
১ গ্লাস জলে ২ চামচ চাপাতা মিশিয়ে ফুটিয়ে নিন। তাতে মেশান আমলকি পাউডার ও ৬ টা লবঙ্গদানা। এই মিশ্রণে নিয়মিত চুল ধুয়ে নিন। এই মিশ্রণ ১ ঘণ্টা চুলে রাখার পর ধুয়ে নিন সাধারণ জলে। এতে পাকা চুল কালো হবে। চুলের গুণমানও ভাল থাকে।
advertisement
6/7
লোহার পাত্রে ১ গ্লাস জলে ফুটিয়ে নিন ২ চামচ হরিতকি পাউডার, ৪ চামচ আমলকি পাউডার, চার পাঁচটা লবঙ্গদানা। ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে নিন। ১ ঘণ্টা চুলে লাগিয়ে চুল ধুয়ে ফেলুন। এতে চুল কালো হবে, উজ্জ্বলও হবে।
লোহার পাত্রে ১ গ্লাস জলে ফুটিয়ে নিন ২ চামচ হরিতকি পাউডার, ৪ চামচ আমলকি পাউডার, চার পাঁচটা লবঙ্গদানা। ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে নিন। ১ ঘণ্টা চুলে লাগিয়ে চুল ধুয়ে ফেলুন। এতে চুল কালো হবে, উজ্জ্বলও হবে।
advertisement
7/7
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
advertisement
advertisement
advertisement