আরও পড়ুন: হাসপাতালে ব্যাপক ভিড়, রোগীর প্রেসার মাপতে এগিয়ে এল দুই সিভিক ভলেন্টিয়ার!
সোনারপুর স্টেশন সংলগ্ন এই বাজার এলাকায় পথ দখল করে হকাররা বসে থাকায় অফিস টাইমে ট্রেন ধরতে গিয়ে বিপদে পড়েন যাত্রীরা। সোনারপুর ষ্টেশন থেকে বেরিয়েই সোনারপুর বাজার। ট্রেন ধরার ক্ষেত্রে দুর্ভোগ বেশি পোহাতে হয় রেলযাত্রীদের। এখানে রাস্তা দখল করে বেশ কিছু হকার স্থায়ী দোকানও তৈরি করে নিয়েছিলেন। এসবের পাশাপাশি রয়েছে যত্রতত্র অটো ও টোটোর যাত্রী তোলা-নমানোর সমস্যা।
advertisement
পুজোর মুখে বাজারে কেনাকাটা করতে আসছেন অনেকেই। এই অবস্থায় তীব্র যানজটে নাকাল হচ্ছেন পথচারী ও নিত্যযাত্রীরা। তাই সোনারপুর বাজার কমিটি, পুলিশ, পুরসভা যৌথ উদ্যোগে যানজট এড়াতে প্রচার শুরু করেছে। পুর প্রতিনিধি, পুলিশ ও বাজার কমিটির সদস্যরা শনিবার থেকে প্রচার চালাচ্ছেন সোনারপুর এলাকাকে যানজট মুক্ত করতে।
পাশাপাশি রাস্তা দখল করে বসে থাকা হকারদের তুলে দেওয়া হয়। প্রশাসনের এই পদক্ষেপকে সমর্থন করেছেন সেখানকার সাধারণ মানুষ।
সুমন সাহা





