প্রতিবছর মেলায় লাখ লাখ পুণ্যার্থীদের। তার মধ্যে কিছুজন প্রতিবছর হারিয়ে যান। তাঁদের খুঁজে বের করতে অনেকটাই বেগ পেতে হয়। তবে এবার সেজন্য পুণ্যার্থীদের হাতে পরানো হবে জিপিএস ব্যান্ড। যা পুণ্যার্থীদের অবস্থান সুনিশ্চিত করবে। পরিবহনের জন্য ভেসেল অথবা গাড়িতে থাকবে কিউআর কোড।
আরও পড়ুন: বাইক নিয়ে বাজার করতে গিয়েছিলেন, বাড়িই আর ফেরা হল না! রাস্তাতেই সব শেষ
advertisement
কিউআর কোড যুক্ত কোনও গাড়ি বা ভেসেল রুটের বাইরে গেলে সঙ্গে সঙ্গেই তা অ্যালার্মের মাধ্যমে জানান দেবে কন্ট্রোল রুমে। এছাড়াও মেলার কোথায় কী রয়েছে তা জানতে মন্দির প্রাঙ্গন অথবা অন্যান্য জায়গায় কিউ আর কোডের মাধ্যমে স্ক্যান করলেই জানতে পারবে পূণ্যার্থীরা।
আরও পড়ুন: পাল-সেন যুগের শিল্পকলা দেখেতে চান? তাহলে আসতে হবে এই জাদুঘরে
সম্প্রতি গঙ্গাসাগরের সার্কিট হাউজে উচ্চ পর্যায়ের বৈঠক থেকে একথা জানানো হয়েছে। সেই বৈঠকে উপস্থিত ছিলেন সুন্দরবন পুলিশ জেলার এসপি কোটেশ্বর রাও, সুন্দরবন উন্নয়ন বঙ্কিমচন্দ্র হাজরা-সহ অন্যান্য ব্যক্তিরা।
আগেই জানান হয়েছিল মেলার জন্য নদীতে এবছর নেভিগেশন সিস্টেম এবং আ্যন্টি ফগ লাইট থাকছে। আর এবার জানানো হল পুণ্যার্থীদের সুরক্ষায় নতুন কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সবমিলিয়ে ২০২৪-এর গঙ্গাসাগর মেলা যে অন্যান্য মেলার থেকে আলাদা হয়ে উঠবে তা আর বলার অপেক্ষা রাখে না।
নবাব মল্লিক