জাতীয় সড়কে টোটো-লরি মুখোমুখি সংঘর্ষ! ভয়াবহ দুর্ঘটনায় মৃত টোটো চালক, আহত ৩
- Published by:Madhab Das
- local18
Last Updated:
ভয়াবহ দুর্ঘটনার কবলে টোটো। যাত্রীবাহী টোটোর সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে এমন ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে। যে দুর্ঘটনায় টোটো চালকের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন তিনজন।
দক্ষিণ ২৪ পরগনা, কুলপি, আনিশউদ্দিন মোল্লা: ভয়াবহ দুর্ঘটনার কবলে টোটো। যাত্রীবাহী টোটোর সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে এমন ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে। যে দুর্ঘটনায় টোটো চালকের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন তিনজন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
শনিবার সকালে এমন ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলপি থানার অন্তর্গত শ্রীনগর ১১৭ নম্বর জাতীয় সড়কে। এই দুর্ঘটনায় মৃত টোটো চালক হলেন হরেন মণ্ডল, তাঁর বয়স ৬৮ বছর। তিনি শ্যাম বসুরচক এলাকার বাসিন্দা। এই ঘটনায় ঐ টোটো চালক ছাড়াও আহত হয়েছেন আরও তিন যাত্রী, যাদের চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে কুলপি গ্রামীণ হাসপাতালে।
advertisement
advertisement
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে একই পরিবারের চার সদস্য টোটোতে চড়ে জাতীয় সড়কের উপর দিয়ে যাচ্ছিলেন। ঠিক সেই সময় উল্টো দিক থেকে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মুখোমুখি ধাক্কা মারে। ঘটনার পরই রীতিমতো দুমড়ে মুচড়ে যায় টোটোটি। আহত হন টোটোর তিন যাত্রী, গুরুতর আহত হন টোটোর চালক।
advertisement
স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনা দেখতে পেয়ে তড়িঘড়ি আহতদের উদ্ধারে হাত লাগান। তাদের উদ্ধার করে কুলপি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছতেই টোটো চালককে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনায় বাকি তিনজনের চিকিৎসা চলছে। অন্যদিকে দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে ঘাতক গাড়ি ও গাড়িচালককে আটক করেছে কুলপি থানার পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
November 08, 2025 12:09 PM IST

