TRENDING:

Frazerganj Tour : দিঘা ছেড়ে এবার পর্যটকরা ছুটবেন ফ্রেজারগঞ্জ! নতুন রাস্তা, মিউজিয়াম সহ একগুচ্ছ উপহার! চলছে বিরাট পরিকল্পনা

Last Updated:

Frazerganj Tour : এবার ফ্রেজার সাহেবের স্মৃতি ফেরাতে ফ্রেজারগঞ্জে বসবে সাহেবের মূর্তি। সেই লক্ষ্যেই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়াও তৈরি করা হবে একটি সংগ্রহশালা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নামখানা, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: এবার ফ্রেজার সাহেবের স্মৃতি ফেরাতে ফ্রেজারগঞ্জে বসবে সাহেবের মূর্তি। সেই লক্ষ্যেই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়াও তৈরি করা হবে একটি সংগ্রহশালা। সাম্প্রতিক সময়ে ফ্রেজারগঞ্জে প্রচুর পর্যটক আসছেন। তারা এসে ফ্রেজার সাহেবের বাংলো ও তাঁর স্মৃতির জিনিসপত্র দেখতে চাইছেন। এদিকে তাঁর বাংলো সমুদ্রের গর্ভে।
advertisement

ফলে পর্যটকরা ধোঁয়াশার মধ্যে থাকেন। সমস্ত ধোঁয়াশা কাটাতে এবার ব্যবস্থা নেওয়া হয়েছে। এই প্রস্তাব গিয়েছে মথুরাপুরের সাংসদ বাপী হালদার ও সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার কাছে। জিবিডিএতেও একটি প্রস্তাব পাশ হয়েছে। জানা গিয়েছে ইংরেজ আমলে বাংলার লেফটেন্যান্ট গভর্নর থাকা স্যার এন্ড্রু ফ্রেজারের নামে এই স্থানের নামকরন হয়েছিল ফ্রেজারগঞ্জ।

আরও পড়ুন : এ যেন ঠিক ‘মিনি ভারত’, এক জায়গায় গোটা দেশের লোকসংস্কৃতির মিলন মেলা! পুরুলিয়ায় এখন অন্য উৎসব

advertisement

সেজন্য ফ্রেজার সাহেবের স্মৃতিতে সংগ্রহশালা ও মূর্তি তৈরি করলে ইতিহাসকে রক্ষা করা যাবে মত স্থানীয় বাসিন্দাদের।  এ নিয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সহসভাপতি শ্রীমন্ত মালি জানিয়েছেন, ওই এলাকাটি সুরক্ষিত করতে চওড়া বাঁধ দেওয়া হয়েছে। ফলে আর সমুদ্রের জল সেখানে আসতে পারবেনা। ভবিষ্যতে সেখানে আরও উন্নয়নমূলক কাজ হবে। ওই এলাকার সৌন্দর্যায়ন হবে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ফ্রেজারগঞ্জ নিয়ে বিরাট পরিকল্পনা, দিঘা ছেড়ে এবার পর্যটকরা ছুটবেন নতুন গন্তব্যে
আরও দেখুন

ফলে পর্যটকরা এসে তারা এই এলাকার ইতিহাস সম্বন্ধে জানতে পারবেন। যা খুবই প্রভাব ফেলবে মানুষের মনে। ফ্রেজার সাহেবের মূর্তি বসলে অনেক পর্যটক সেখানে আসবেন। ফলে পর্যটন ব্যবসাতেও লাভ হবে। বকখালির পাশেই ফ্রেজারগঞ্জে সমুদ্রের পাড় বরাবর রাস্তা তৈরি করা হয়েছে। সেখান থেকে হেঁটে যাওয়া যাবে সৈকত বরাবর। ফলে এই স্থানটি আগামীদিনে যে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Frazerganj Tour : দিঘা ছেড়ে এবার পর্যটকরা ছুটবেন ফ্রেজারগঞ্জ! নতুন রাস্তা, মিউজিয়াম সহ একগুচ্ছ উপহার! চলছে বিরাট পরিকল্পনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল