Accident News: বাইক নিয়ে বাজার করতে গিয়েছিলেন, বাড়িই আর ফেরা হল না! রাস্তাতেই সব শেষ

Last Updated:

উত্তর দিনাজপুর জেলায় আবারও রাজ্য সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। ছোট গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে জানা গিয়েছে এই দুর্ঘটনাটি ঘটেছে।

উত্তর দিনাজপুর: উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন জাতীয় সড়ক ও রাজ্য সড়কে একের পর এক ঘটে চলছে পথ দুর্ঘটনা। জেলায় পথ দুর্ঘটনা কমাতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে উত্তর দিনাজপুর জেলা পুলিশের ট্রাফিক বিভাগ। কিন্তু তা সত্ত্বেও কমছে না দুর্ঘটনা। আবারও রাজ্য সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। ছোট গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে জানা গিয়েছে এই দুর্ঘটনাটি ঘটেছে।
মৃত ব্যক্তির বয়স ২৬ বছর। তিনি করণদিঘী থানার দেওরা গ্রামের বাসিন্দা। জানা যায় তিনি শনিবার বাইকে করে বাজার নিয়ে বাড়ি ফিরছিলেন। এমন সময় শোলপাড়া এলাকার রাজ্য সড়কের জোলা মারিতে একটি ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষে হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় সেই বাইক চালকের।
advertisement
advertisement
করণদিঘী থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এক সূত্র মারফত জানা গিয়েছে, উত্তর দিনাজপুর জেলা জুড়ে এবছর এখনও পর্যন্ত পথ দুর্ঘটনায় শিকার হয়েছেন প্রায় ৩০ থেকে ৪০ জন। যা গত বছরের তুলনায় অনেকটা বেশি।
advertisement
উত্তর দিনাজপুর জেলায় ৩১ নম্বর ও ৩৪ নম্বর এই দুটি জাতীয় সড়ক রয়েছে। এছাড়া বেশ কয়েকটি রাজ্য সড়ক রয়েছে। জাতীয় সড়ক ও রাজ্য সড়কে যান নিয়ন্ত্রণের পাশাপাশি  দুর্ঘটনা কমাতে ফুটপাতে অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযানে নেমেছে জেলা পুলিশের ট্রাফিক বিভাগ।
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Accident News: বাইক নিয়ে বাজার করতে গিয়েছিলেন, বাড়িই আর ফেরা হল না! রাস্তাতেই সব শেষ
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement