Drone Technology Workshop : ড্রোন টেকনোলজি নিয়ে বিশাল কর্মযজ্ঞ, হাতেকলমে শিক্ষা! নতুন ব্যবসা করে 'রাজা' হওয়ার পথ দেখাচ্ছে কলেজ
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
Drone Technology Workshop : বর্তমান সময়ে ড্রোনের ব্যবহার বাড়ছে। আর তাই কলেজ পড়ুয়াদের ড্রোন তৈরির কৌশল ও এর কাজ সম্পর্কে হাত কলমে প্রশিক্ষণ শিবির হয়ে গেল গোবিন্দপুরে।
বারুইপুর, দক্ষিণ ২৪ পরগণা, সুমন সাহা: বর্তমান সময়ে ড্রোনের ব্যবহার বাড়ছে। আর তাই কলেজ পড়ুয়াদের ড্রোন তৈরির কৌশল ও এর কাজ সম্পর্কে হাত কলমে প্রশিক্ষণ শিবির হয়ে গেল গোবিন্দপুরে। দক্ষিণ ২৪ পরগণায় এই জাতীয় শিবির প্রথমবার আয়োজন করা হল। আধুনিক প্রযুক্তি শিক্ষায় দু’দিনের কর্মশালায় প্রশিক্ষণ নিলেন এসভিএসটি কলেজের শতাধিক পড়ুয়া।
তরুণ ইঞ্জিনিয়ারদের হাতে-কলমে অভিজ্ঞতা ও শিল্পক্ষেত্রের জ্ঞান প্রদান করার উদ্দেশ্যে, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ আয়োজন করেছিল দুই দিনের প্রশিক্ষণ শিবিরের। দুদিন ধরে কলেজের গোবিন্দপুরের ক্যাম্পাসে এই প্রশিক্ষন শিবির হয়েছো। যাতে মূল বিষয় ছিল “ওয়েব ডিজাইনিং, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট এবং আধুনিক আইটি টুলসে উদ্ভাবন” এবং ড্রোন টেকনোলজিতে উদ্ভাবন ও স্টার্ট-আপ ডেভেলপমেন্ট। এই দুদিনের প্রশিক্ষন শিবিরের মূল উদ্দেশ ছিল ছাত্র ছাত্রীদের প্রযুক্তিগত দক্ষতা, সৃজনশীল চিন্তাভাবনা এবং উদ্যোক্তা মনোভাবকে আর ও বেশি করে সমৃদ্ধ করা।
advertisement
আরও পড়ুন : পুরুলিয়াতেই আধুনিক চক্ষু চিকিৎসা, নেতাজি আই হাসপাতালে চালু হচ্ছে ‘কর্নিয়া ইউনিট’
এই শিবিরের প্রথম দিনটি ছিল ওয়েব ডিজাইনিং,অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট এবং আধুনিক আইটি টুলসের ওপর। প্রথম দিনের এই শিবিরটি পরিচালনা করেন দুই শিল্প বিশেষজ্ঞ। লাইভ ডেমো, হাতে-কলমে প্র্যাকটিস ও ইন্টারঅ্যাকটিভ আলোচনার মাধ্যমে ছাত্রছাত্রীরা আধুনিক ওয়েব ইন্টারফেস ডিজাইন, রেসপন্সিভ ওয়েব টেকনিক এবং মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টের মৌলিক ধারণা অর্জন করেন এখানে। বিশেষজ্ঞরা তাঁদের শিল্প ক্ষেত্রের অভিজ্ঞতা ভাগ করে নেন, যা শিক্ষার্থীদের উদ্ভাবনে অনুপ্রাণিত করে। দ্বিতীয় তথা শেষ দিনে ড্রোন টেকনোলজি এবং স্টার্ট-আপ ডেভেলপমেন্টের উপর ভিত্তি করে শিবিরটি পরিচালিত হয়।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ড্রোনের কার্যপ্রণালী, কন্ট্রোল সিস্টেম, এবং আধুনিক এয়ারিয়াল প্রযুক্তির ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। যেখানে শিক্ষায় উদ্ভাবন, দক্ষতা বিকাশ এবং শিল্প একাডেমিক সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেওয়া হয়েছে। এই ধরনের শিবির শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি ও বৈশ্বিক কর্মক্ষেত্রের চ্যালেঞ্জের জন্য প্রস্তুত করতে সহায়তা করবে বলে মত আয়োজকদের। মূলত এই ধরনের কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তির জ্ঞান অর্জন ও আন্তর্জাতিক পেশাগত ক্ষেত্রের চাহিদার সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার নানা কৌশল শেখানো হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
November 08, 2025 4:04 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Drone Technology Workshop : ড্রোন টেকনোলজি নিয়ে বিশাল কর্মযজ্ঞ, হাতেকলমে শিক্ষা! নতুন ব্যবসা করে 'রাজা' হওয়ার পথ দেখাচ্ছে কলেজ
