South 24 Parganas News: বাদ পড়ছেন প্রায় ২৫০০! দক্ষিণ ২৪ পরগনায় 'বাংলার বাড়ি'-র তালিকা থেকে বাতিল হচ্ছে বহু নাম, চলছে যাচাই পর্ব
- Published by:Satabdi Adhikary
- local18
- Reported by:Suman Saha
Last Updated:
কিন্তু এক শ্রেণির মানুষ, সমীক্ষক দলকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন বলে অভিযোগ। তাঁদের পাকা বাড়ি থাকা সত্ত্বেও ছল করে বেড়ার বাড়িতে থাকেন বলে জানিয়েছেন।
দক্ষিণ ২৪ পরগনা, সুমন সাহা: কারও রয়েছে পাকা বাড়ি, কেউ আবার ভালই আয় করেন৷ তা-ও বাংলার বাড়ির আওতায় সরকারি অনুদান পেতে জানিয়েছিলেন আবেদন৷ নামও এসেছিল তালিকায়৷ কিন্তু, সরেজমিনে তথ্য যাচাই করতে গিয়েই দেখা যাচ্ছে গরমিল৷ বাংলার বাড়ির দ্বিতীয় দফায় দক্ষিণ ২৪ পরগনা জেলায় উপভোক্তাদের যাচাই প্রক্রিয়া শেষ লগ্নে। তাতে দেখা যাচ্ছে, বিভিন্ন ব্লক মিলিয়ে বাদ যেতে চলেছে প্রায় আড়াই হাজারের কাছাকাছি উপভোক্তার নাম।
নাম বাদ পড়ছে কারণ, যে শর্তে এই বাড়ি পাওয়ার কথা তাঁরা তা পূরণ করতে পারেননি। অর্থাৎ, কারও পাকা বাড়ি রয়েছে, কেউ আবার ভাল আয় করছেন। তবে, প্রশ্ন উঠেছে, তাহলে তালিকায় এদের নাম এল কী করে? প্রশাসন জানিয়েছে, যখন উপভোক্তাদের তালিকা তৈরি করতে সমীক্ষা করা হয়, তখন ওই সব মানুষজনের বাড়িঘর হয়ত ছিল না। কিন্তু পরে বাড়ি নির্মাণ করেছেন অনেকেই। তাই যাচাই পর্বে তা ধরা পড়েছে। ফলে ওইসব উপভোক্তার নাম বাদ দেওয়া হয়েছে।
advertisement
advertisement
কাকদ্বীপ ও বারুইপুর ব্লকে সব থেকে বেশি উপভোক্তার নাম বাদ যেতে চলেছে। পাশাপাশি, বাংলার বাড়ির দ্বিতীয় পর্যায়ের যাচাই প্রক্রিয়া শেষ হলেই পঞ্চায়েত দফতর থেকে যোগ্য উপভোক্তাদের বাড়ির টাকা দেওয়া শুরু হবে। কিন্তু প্রথম পর্যায়ে যাঁরা টাকা পেয়েছিলেন তাঁদের অনেকেই এখনও বাড়ির কাজ শেষ করে উঠতে পারেননি। তবে বড় জেলা হিসেবে দক্ষিণ ২৪ পরগনা রাজ্যের মধ্যে লক্ষাধিক বাড়ি শেষ করে নজির গড়েছে।
advertisement
বাংলার বাড়ির প্রথম পর্যায়ে রাজ্যের মধ্যে সর্বাধিক বাড়ি নির্মাণ হয়েছে এই জেলায়। জানা গিয়েছে, দ্বিতীয় দফায় দক্ষিণ ২৪ পরগনায় এক লক্ষ ৯৪ হাজার উপভোক্তার বাড়ি সত্যি প্রয়োজন কি না, সেটা যাচাই করা হয়। বেশির ভাগ ক্ষেত্রেই সংশ্লিষ্ট ব্যক্তির মাথার উপর পাকা ছাদ নেই বলে রিপোর্ট দেন অফিসাররা। সেই মতো তাঁরা বাড়ি পাওয়ার যোগ্য বলে বিবেচনা করা হয়েছে।
advertisement
কিন্তু এক শ্রেণির মানুষ, সমীক্ষক দলকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন বলে অভিযোগ। তাঁদের পাকা বাড়ি থাকা সত্ত্বেও ছল করে বেড়ার বাড়িতে থাকেন বলে জানিয়েছেন। তাতে অবশ্য খুব একটা লাভ হয়নি বলে জানাচ্ছে প্রশাসন। এছাড়াও, কিছু মানুষ নিজে থেকেই জানিয়ে দিয়েছেন, যে যখন সমীক্ষা হয়েছিল তখন তাঁদের কাঁচা বাড়ি ছিল, কিন্তু এখন পাকা বাড়ি বানিয়েছেন।
view commentsLocation :
West Bengal
First Published :
November 08, 2025 3:44 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: বাদ পড়ছেন প্রায় ২৫০০! দক্ষিণ ২৪ পরগনায় 'বাংলার বাড়ি'-র তালিকা থেকে বাতিল হচ্ছে বহু নাম, চলছে যাচাই পর্ব

