আরও পড়ুন: রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু যুবকের
এই সমস্ত সমস্যার সমাধান করতে ডায়মন্ডহারবারে প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের অফিসে স্মারকলিপি প্রদান করে ‘স্কুল বাঁচাও, শিক্ষা বাঁচাও’ কমিটি। ওই কমিটির সদস্যদের আরও দাবি, শিক্ষকের অভাবে বিভিন্ন স্কুল ধুঁকছে, কিছু স্কুল বন্ধের মুখে। অবিলম্বে ওই সমস্ত স্কুলে শিক্ষক নিয়োগ করে দ্রুত পঠনপাঠনের পরিবেশ সৃষ্টি করতে হবে। না হলে সমস্যা আরও বাড়বে।
advertisement
এই প্রসঙ্গে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান অজিত নায়েক জানান, প্রাথমিক বিদ্যালয়ের কোথাও শিক্ষকের সমস্যা নেই। তবে জুনিয়র হাইস্কুলে ছাত্র-ছাত্রীর অভাবে পঠন পাঠনে সমস্যা হচ্ছে। তবে শেষ পর্যন্ত কী হবে সে বিষয়ে রাজ্য সরকারের উচ্চ মহল থেকে সিদ্ধান্ত হবে বলে তিনি জানান।
নবাব মল্লিক
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
October 13, 2023 7:05 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: এই জেলায় ৩৯১ টি স্কুল বন্ধ করে দেবে সরকার! আসল ব্যাপারটা কী