Siliguri News: রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু যুবকের
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
বারবার বারণ করলেও সচেতন হচ্ছে না মানুষ। রেল লাইনের উপর দিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় ফের মৃত্যু হল এক যুবকের
শিলিগুড়ি: বারবার সতর্ক করা সত্ত্বেও লাভ হচ্ছে না। রেললাইন ধরে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হল যুবকের। শিলিগুড়ির ঘটনা। মৃত যুবকের নাম নগেন রাই (২৭)।
বাগডোগরা থানার অন্তর্গত সিঙ্গিঝোড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, কাটিহার থেকে শিলিগুড়িগামী ইন্টারসিটি এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয়েছে ওই যুবকের। মৃতের বাড়ি বাগডোগরার চৌপুখরিয়ায়। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, নগেন রাই নামে ওই যুবকটি রেললাইনের উপর দিয়ে হাঁটছিলেন। সেই সময় কাটিহার-শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস ওই লাইনে এসে পড়ে। তার ধাক্কায় মৃত্যু হয়। বর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেলের আধিকারিকরা ও বাগডোগরা থানার পুলিশ।
advertisement
advertisement
এলাকার মানুষের থেকে জানা গিয়েছে, শুক্রবার সকালে নকশালবাড়ি স্টেশনের দিক থেকে রেললাইন ধরে হেঁটে বাগডোগরা স্টেশনের দিকে যাচ্ছিলেন ওই যুবক। তখনই এই দুর্ঘটনা ঘটে। ট্রেনের ধাক্কায় ছিটকে পাশের নয়নজুলিতে গিয়ে পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
advertisement
অনির্বাণ রায়
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
October 13, 2023 5:59 PM IST