Durga Puja 2023: দুর্গাপুজো করবেন বলেই মৃৎশিল্পী হয়েছেন মিঠুন!

Last Updated:

মা দুর্গার পুজো করবেন বলেই প্রতিমশিল্পী হয়ে উঠেছেন পুরাতন মালদহের মিঠুন শীল

+
title=

মালদহ: বাকি মৃৎশিল্পীদের মতই প্রতিমা তৈরি করে বিভিন্ন পুজো উদ্যোক্তাদের কাছে তা বিক্রি করেন মিঠুন শীল। এই জায়গাটায় বাকি পাঁচজনের সঙ্গে তাঁর গল্পটাও এক কিন্তু এর পরের পর্বটা সম্পূর্ণ আলাদা। প্রতিমা বিক্রি করে যেটুকু লাভ থাকে সেই অর্থ দিয়ে নিজের বাড়িতে নিয়ম নিষ্ঠা মেনে দুর্গা পুজো করেন পুরাতন মালদহের এই মৃৎশিল্পী।
আসলে বাকি মৃৎশিল্পীদের থেকে মিঠুন শীলের গোটা গল্পটাই আলাদা। তিনি মৃৎশিল্পী হবেন এমন কোনও পরিকল্পনা ছিল না। বরং মা দুর্গার পুজো করবেন বলেই তাঁর মৃৎশিল্পী হয়ে ওঠা। কারণ সকলেই জানেন দুর্গা পুজোর খরচ অনেক। সেই অর্থ জোগাড়ের তাগিদেই একসময় প্রতিমা তৈরি করে বিক্রি করতে শুরু করেন পুরাতন মালদহের নজরপুরের মিঠুন শীল।
advertisement
advertisement
কীভাবে তিনি মৃৎশিল্পী হলেন সেই কাহিনী শোনাতে গিয়ে মিঠুন জানান, তাঁর ছয় বছর বয়সে একদিন মহানন্দা নদীতে স্নান করতে গিয়ে একটি ত্রিশূল পান। সেটা বাড়ি নিয়ে আসেন। এর তিনদিন পর স্বপ্নাদেশে মা দুর্গার মুখ দেখতে পেয়েছিলেন। তারপরেই দুর্গাপুজো করবেন ঠিক করেন। কিন্তু ছোটবেলায় পরিবারের আর্থিক অনটন থাকায় পুতুলকে মা দুর্গা সাজিয়ে নিজেই পুজো করতেন। এখন অবশ্য তিনি নিজের হাতে মায়ের প্রতিমা গড়েন। তারপর নিয়ম-নিষ্ঠা মেনে পুরোহিত তাঁর বাড়িতে পুজো করেন। মা দুর্গার পুজো করবেন বলে বাড়িতেই ঠাকুরদালান ও মন্দির তৈরি করেছেন মিঠুন। সেখানেই দুর্গাপুজো হয়।
advertisement
চলতি বছর বাড়ির দুর্গা প্রতিমা ছাড়াও আরও পাঁচটি প্রতিমা বানিয়েছেন মিঠুন, যার সবকটি বিক্রি হয়ে গিয়েছে। এলাকায় তাঁদের বাড়ি পুজো বাড়ি নামে পরিচিত। দুর্গাপুজোর সময় মিঠুনের বাড়ির পুজো দেখতে এলাকার বহু মানুষ আসেন।
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Durga Puja 2023: দুর্গাপুজো করবেন বলেই মৃৎশিল্পী হয়েছেন মিঠুন!
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement