South 24 Parganas News: কুলপি রোডের বেহাল দশা, পুজোর আগে তড়িঘড়ি মেরামত
- Reported by:SUMAN SAHA
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
দুর্গাপুজোর আগে তড়িঘড়ি রাস্তা মেরামত করতে গিয়ে ঠিকাদার সংস্থা নিম্নমানের ইট ব্যবহার করছে বলে গ্রামবাসীদের অভিযোগ
দক্ষিণ ২৪ পরগনা: পুজোর আগে পিচের রাস্তায় ইটের টুকরো দিয়ে তাপ্পি দেওয়া হচ্ছে। এমনই ছবি চোখে পড়ল জয়নগরের পদ্মেরহাট এলাকার কুলপি রোডে। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল ওই রাস্তা। রাস্তা জুড়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত। সম্প্রতি সেই রাস্তা মেরামত শুরু করেছে প্রশাসন। কিন্তু অভিযোগ, গর্তগুলোতে ইটের টুকরো ফেলে দায়সারাভাবে রাস্তার সংস্কার করা হচ্ছে। নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
দুর্গাপুজোর আগে রাস্তা মেরামতের নামে এমন দায়সারা কাজে ক্ষুব্ধ এলাকার মানুষজন। তাদের আশঙ্কা দু’দিন পর আবার খারাপ হয়ে যাবে রাস্তা। অত্যন্ত ব্যস্ত এই রাস্তা পুজোর মুখে সারাইয়ের কাজ শুরু হয়েছে। চরণ থেকে দক্ষিণ বারাসত পর্যন্ত রাস্তা সারাইয়ের কাজ চলছে৷ অথচ রাস্তার গর্ত ঠিক করার ক্ষেত্রে সরকারি গাইডলাইন হল, পাথর বা বোল্ডারের কুচি দিয়ে ভরাট করতে হবে গর্ত। বদলে এখানে নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে৷ এরফলে অল্পদিনের মধ্যেই রাস্তা আবার খারাপ হয়ে যাবে বলে এলাকাবাসীর অভিযোগ৷
advertisement
advertisement
এই বিষয়ে জয়নগর-১ ব্লকের বিডিও সত্যজিত দাস জানান, তাঁদের কাছে এমন কোনও অভিযোগ এখনও পর্যন্ত আসেনি ৷ যদিও প্রকাশ্যেই চলছে এই কাজ৷ ঠিকাদারি সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁরা ইটের পাশাপাশি পাথরও ব্যবহার করছেন। যদিও বাস্তবচিত্র কিন্তু অন্য কথাই বলছে।
সুমন সাহা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Oct 13, 2023 5:00 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: কুলপি রোডের বেহাল দশা, পুজোর আগে তড়িঘড়ি মেরামত








