Durga Puja 2023: মহালয়ার আগেই পুজোর ঢাকে কাঠি! এই জেলার ৩০ টি পুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী

Last Updated:

মহালয়ার আগেই শুরু হয়ে গেল দুর্গাপুজো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি একের পর এক পুজোর উদ্বোধন করেন

+
title=

পশ্চিম বর্ধমান: রাত পোহালেই মহালয়া। তবে তার আগেই কার্যত পুজো শুরু হয়ে গেল পশ্চিম বর্ধমান জেলায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে দর্শকদের জন্য খুলে গেল জেলার ৩০ টির বেশি পুজো মণ্ডপ। কলকাতার কালীঘাটের বাড়িতে বসে ভার্চুয়ালি জেলার ৩০ টি পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।
এমনিতেই এ বছর পুজো অনেকটা দেরিতে। ফলে অপেক্ষা বাড়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রী নিজের বাড়ি থেকে ভার্চুয়ালি মহালয়ার আগেই পুজোর উদ্বোধন করে দেওয়ায় সেই অপেক্ষার অবসান হল বলা চলে। আর প্রথম দিন থেকেই ভিড় হতে শুরু করেছে দুর্গাপুর ও আসানসোলের বিভিন্ন পুজো মণ্ডপে।
advertisement
advertisement
মহালয়ার দু’দিন আগে অর্থাৎ বৃহস্পতিবার থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলার বিভিন্ন পুজোর ভার্চুয়ালি উদ্বোধন শুরু করেন। সব মিলিয়ে আটশোর বেশি পুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। পশ্চিম বর্ধমান জেলাতেও একাধিক পুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলায় প্রায় ৩০ টি পুজোর উদ্বোধন করেছেন তিনি। যার মধ্যে রয়েছে দুর্গাপুর, আসানসোল এবং কাঁকসার বিভিন্ন বড় পুজো।
advertisement
মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হয়ে যাওয়ার ফলে ইতিমধ্যেই বড় বড় মণ্ডপগুলিতে আনাগোনা শুরু হয়েছে দর্শকদের। সমস্ত বড় বড় মণ্ডপগুলিতে প্রতিমা এবং মণ্ডপ দেখার জন্য মানুষজন আগে থাকে চলে আসছেন। কারণ পুজোর চার দিন এই মণ্ডপগুলিতে প্রচুর সংখ্যক মানুষের ভিড় হয়। তখন মন্ডপ ভালোভাবে উপভোগ করা যায় না। তাই ফাঁকায় থাকায় আশপাশের মন্ডপগুলি আগে থেকে দেখে রাখতে চাইছেন মানুষ।
advertisement
নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Durga Puja 2023: মহালয়ার আগেই পুজোর ঢাকে কাঠি! এই জেলার ৩০ টি পুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী
Next Article
advertisement
West Bengal Weather Update: সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি, দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস
সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি, দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস
  • সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি

  • দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement