West Medinipur News: পুলিশকর্মীর অবাক নেশা, জানলে চমকে উঠবেন

Last Updated:

পুলিশকর্মীদের সম্বন্ধে যাবতীয় ধারণা আপনার বদলে যেতে বাধ্য অমলেন্দু নাথকে দেখলে। রাজ্য পুলিশের এই কনস্টেবলের একমাত্র নেশা ছবি আঁকা

+
title=

পশ্চিম মেদিনীপুর: ছবি আঁকা তাঁর ধ্যান-জ্ঞান। সময় পেলেই বসে পড়েন রং-তুলি নিয়ে। সাদা ক্যানভাসে আঁচড় কেটে ফুটিয়ে তুলেন একের পর এক ছবি। কখনও গৌতম বুদ্ধ, কখনও গণেশ আবার কখনও নানা স্টিল লাইফ ফুটিয়ে তোলেন রং-তুলিতে। পুলিশ কনস্টেবল অমলেন্দু নাথের এই নেশার কথা জানলে সকলেই অবাক হন।
পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের প্রেমবাজারের বাসিন্দা অমলেন্দু নাথ। বর্তমানে তিনি পিংলা থানায় কর্মরত। ছোট থেকেই তাঁর ছবি আঁকার নেশা। ছাত্রাবস্থায় ছবি আঁকা শিখতেন। এরপর পেশাগত চাপে সেই অর্থে ছবি আঁকার সুযোগ হত না। তবে ২০১৫ সাল থেকে আবার নিয়ম করে প্রতিদিন ছবি আঁকা শুরু করেন। কাজের ফাঁকে এতেই আনন্দ পান এই পুলিশকর্মী।
advertisement
advertisement
পেশাগত কারণে সারাদিনই নানা রকম ব্যস্ততা থাকে। তবু ডিউটির পরে অমলেন্দুবাবু বসে পড়েন সাদা ক্যানভাসের উপরে ছবি আঁকতে। সারাদিনের ক্লান্তি সত্ত্বেও আজও মাঝেমধ্যেই তিনি সারারাতজুড়ে ছবি এঁকে চলেন। রাজ্য পুলিশের এই কনস্টেবলের এমন অদ্ভুত শখে আপ্লুত সহকর্মীরাও। তাঁরাও সব সময় ছবি আঁকার জন্য অমলেন্দু নাথকে উৎসাহ দেন।
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: পুলিশকর্মীর অবাক নেশা, জানলে চমকে উঠবেন
Next Article
advertisement
বিহারে বিরোধীদের মুখ্যমন্ত্রী মুখ কে...? নাম ঘোষণা করে দিলেন গেহলট! কে তিনি জানেন? চাপে পড়ে গেল বিজেপি-নীতীশ!
তেজস্বী যাদবই হলেন বিহারে মহাজোটের মুখ্যমন্ত্রী মুখ! উপ মুখ্যমন্ত্রী পদে দুই মুখ কারা?
  • বিহারে বিরোধীদের মুখ্যমন্ত্রী মুখ কে...? নাম ঘোষণা করে দিলেন গেহলট!

  • বিহার নির্বাচনে ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রী মুখ তেজস্বী যাদব!

  • লালুপুত্রের নাম ঘোষণা করল বিরোধী জোট

VIEW MORE
advertisement
advertisement