আরও পড়ুন: বাইকের ধাক্কায় জন্মদিনেই কনস্টেবলের মৃত্যু! গ্রেফতার ২
ক্যানিং থানার পুলিশ গোপন সূত্রে খবর পায়, খুনের জন্য আগ্নেয়াস্ত্র মজুত করেছে খলিল আলি মোল্লা। এরপরই হানা দিয়ে তাকে গ্রেফতার করা হয়। সঙ্গে তার তিন সহযোগীকেও গ্রেফতার করেছে পুলিশ।ধৃত খলিল তৃণমূল কংগ্রেসের ক্যানিং-১ ব্লকের দাঁড়িয়া পঞ্চায়েতের প্রাক্তন অঞ্চল সভাপতি। স্বাভাবিকভাবেই তাঁর গ্রেফতারির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
advertisement
ধৃত খলিল আলি মোল্লার বিরুদ্ধে আগেও খুনের অভিযোগ আছে। শাসকদলেরই নেতা দাঁড়িয়া পঞ্চায়েতের প্রধানের স্বামী রাজু নস্করকে খুনে অভিযুক্ত সে। এই ঘটনায় বেশ কিছুদিন জেলও খাটে। তবে এবার কাকে খুনের জন্য আগ্নেয়াস্ত্র মজুত করেছিল তা এখনও জানা যায়নি। বিষয়টি জানার জন্য জেরা করছে পুলিশ। এদিকে ধৃত খলিল ও তার সঙ্গী সাথীদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
সুমন সাহা