TRENDING:

South 24 Parganas News: বারুইপুর হাসপাতালে ৮০ টি শয্যা বাড়ছে, খুশি রোগীরা

Last Updated:

বারুইপুর হাসপাতালে ক্রমাগত রোগীদের চাপ বাড়ছে। কিন্তু পর্যাপ্ত শয্যার অভাবে একই বেডে অনেক সময় দু'জন রোগীকে থাকতে হয়। এই পরিস্থিতি বদলাতেই আরও ৮০ টি শয্যা যুক্ত হতে চলেছে হাসপাতালে। তার জন্য তৈরি হবে নতুন একটি চারতলা ভবন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: জায়গা ও শয্যার অভাবে এক বেডেই ঠাঁই নিতে হয় দু’জন রোগীকে। এটাই পরিচিত দৃশ্য বারুইপুর সরকারি হাসপাতালের। তবে এই সমস্যা সমাধানে এগিয়ে এসেছে দক্ষিণ২৪ পরগনা জেলা পরিষদ। জেলা পরিষদের আর্থিক অনুদানে হাসপাতালের ভিতরেই নির্মিত হতে চলেছে চারতলা ভবন। এই ভবন নির্মাণের কাজ শেষ হলেই বারুইপুর হাসপাতালে রোগীদের শয্যার সংখ্যা এক ধাক্কায় অনেকটা বেড়ে যাবে।
advertisement

এই চারতলা ভবন নির্মাণের জন্য তিন কাঠা জমিও চিহ্নিত হয়েছে। জেলা পরিষদের উপাধ্যক্ষ জয়ন্ত ভদ্র ইঞ্জিনিয়রদের নিয়ে জায়গাটি পরিদর্শন করেন। কাজ তাড়াতাড়ি শুরু করার ব্যাপারে তিনি নির্দেশ দেন। হাজির ছিলেন হাসপাতালের ফ্যাকাল্টি ম্যানেজার শ্যামল চক্রবর্তী, বারুইপুর শহর তৃণমূলের সভাপতি তথা কাউন্সিলর সুভাষ রায়চৌধুরী সহ অন্যান্যরা। জয়ন্ত ভদ্র বলেন, রোগীদের জন্য বেডের দরকার ছিল। তাই বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় আমাকে বিষয়টি দেখার জন্য বলেছিলেন। জেলা পরিষদের সভাধিপতি সামিমা শেখ এই কাজে সহযোগিতা করেন।

advertisement

আরও পড়ুন: ফেলে দেওয়া টাইলস, বাঁশ, পাইপ, সসের বোতল দিয়ে তৈরি হয়েছে বাদ্যযন্ত্র! অবাক কীর্তি হুগলির সোমনাথের

প্রায় ২৫ লক্ষ টাকা ব্যয়ে এই কাজ শুরু হবে। এক একটি ফ্লোরে ২০ টি করে চারতলা ভবনে মোট ৮০ টি বেড থাকবে। দু’মাসের মধ্যেই নির্মাণের অনেক কাজ এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। বারুইপুর মহকুমা হাসপাতাল ও সুপার স্পেশালিটি হাসপাতাল মিলিয়ে বেড সংখ্যা এই মুহূর্তে ৩৬৮টি। মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য আসেন সুন্দরবনের কুলতলি, মৈপীঠ থেকে শুরু করে বিষ্ণুপুর, জয়নগর, মগরাহাট, ভাঙড়ের মানুষ। এই চারতলা ভবন নির্মিত হলে উপকৃত হবেন রোগীরা। বৃহস্পতিবার‌ই বারুইপুরের প্রাক্তন বিধায়ক অরুপ ভদ্রের ১৩ তম প্রয়াণ দিবস উপলক্ষ্যে হাসপাতালের রোগীদের মধ্যে ফল বিতরণ করা হয়। পরে ২ নম্বর ওয়ার্ডে অরুপ ভদ্র স্মৃতিরক্ষা কমিটির পরিচালনায় প্রাক্তন বিধায়কের মূর্তিতে মাল্যদান ও দুঃস্থদের শীতবস্ত্র দান করা হয়।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
প্লাস্টিকের টব হাউইয়ের মতো উঠলেও, ফের বাজার ধরছে মাটির টব, হচ্ছে টাকা কামাই
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: বারুইপুর হাসপাতালে ৮০ টি শয্যা বাড়ছে, খুশি রোগীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল