আরও পড়ুন: নতুন বছরের শুরুতেই পাখি উৎসব সুন্দরবনে, ওয়েবসাইটে করা যাচ্ছে আবেদন
দীর্ঘদিন এই সেতুর সংস্কার না হওয়ায় এই সেতু বর্তমানে চলার অযোগ্য হয়ে উঠেছে। বর্তমানে এই সেতু দিয়ে প্রায় হাজারখানেক স্থানীয় বাসিন্দা পারাপার করেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এই সেতু দীর্ঘ ৩ থেকে ৪ বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে। বারবার প্রশাসনের কাছে বলা সত্বেও এই সেতু সারানোর উদ্যোগ এখনও শুরু করা হয়নি। স্থানীয়রা এই সেতুটিকে সারিয়ে কংক্রিটের সেতু তৈরি করার দাবিও তুলেছেন। এই অঞ্চলের অধিকাংশ বাসিন্দারা বাজার করার জন্য এই কাঠের সেতু দিয়ে যাতায়াত করেন। বর্তমানে সেতুর মাঝে কাঠের পাটাতন ভেঙে যাওয়ায় এই সেতু দিয়ে বড়ো গাড়ি যাতায়াত করতে পারেনা।প্রতিদিন সেকারণে ছোটখাটো দুর্ঘটনা লেগে থাকে বলে মত স্থানীয়দের।
advertisement
আরও পড়ুন: স্বাদের ভাগ হবে না… বাড়িতেই বানিয়ে ফেলুন দোকানের মতো নলেন গুড়ের বাদাম ছাপ
রাতে এই সেতুর উপর কোনো আলো থাকেনা। ফলে রাতে এই সেতুর উপর দিয়ে যাতায়াত আরও বিপজ্জনক হয়ে ওঠে। এরফলে স্থানীয় বাসিন্দারা সর্বদা আতঙ্কে থাকেন। ব্রিজ ভেঙে পড়ে যাওয়ার ভয়ও কাজ করে স্থানীয়দের মধ্যে। এই সেতু দিয়ে পাশাপাশি চলা বিপজ্জনক হওয়ায় এক সঙ্গে অনেক লোক যাতায়াত করতে পারেনা। ফলে এই ব্রিজ পার করতে গেলে সময় লাগে অনেকটাই।স্থানীয় বাসিন্দারা দ্রুত এই ব্রিজ মেরামত করার দাবি তুললেও। এই ব্রিজ মেরামত করা হচ্ছেনা বলে দাবি তাদের।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
কাঠের সেতুর দুদিকে রেলিং নেই। সেই রেলিং না করলে যে কোনওদিন বড় দুর্ঘটনা ঘটবে বলে জানিয়েছেন স্থানীয়রা। এখন দেখার কবে এই সমস্যার সমাধান হয়।
নবাব মল্লিক