South 24 Parganas News: নতুন বছরের শুরুতেই পাখি উৎসব সুন্দরবনে, ওয়েবসাইটে করা যাচ্ছে আবেদন
- Reported by:SUMAN SAHA
- hyperlocal
Last Updated:
প্রথম বছরেই পাখিপ্রেমীদের উৎসাহ এবং পাখি উৎসবের সুফলকে মাথায় রেখে আগামী বছরের শুরুতেই ফের পাখি উৎসব সুন্দরবনে।
সুন্দরবন: চলতি বছরেই প্রথম সুন্দরবনে পাখি উৎসব অনুষ্ঠিত হয় সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প ও বন দফতরের উদ্যোগে। প্রথম বছরেই পাখিপ্রেমীদের উৎসাহ এবং পাখি উৎসবের সুফলকে মাথায় রেখে আগামী বছরের শুরুতেই ফের পাখি উৎসব অনুষ্ঠিত হতে চলেছে সুন্দরবনে। চলতি বছরের ৭ ফেব্রুয়ারি থেকে তিন দিন সুন্দরবনের বিভিন্ন নদী-খাঁড়িতে ঘুরে সুন্দরবন এলাকার পাখিদের ছবি তুলেছেন, তথ্য সংগ্রহ করেছেন পাখিপ্রেমীরা।
২০২৪ সালের জানুয়ারি মাসে পাখি উৎসব করার পরিকল্পনা রয়েছে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের। সব কিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুতেই পাখি উৎসব হবে বলে জানিয়েছেন আধিকারিকেরা। প্রথম বার পাখি উৎসবের রিপোর্ট বিচার-বিশ্লেষণ করে বন দফতর জানিয়েছিল, ১৪৫ প্রজাতির পাখির দেখা মিলেছে সুন্দরবনে। সাত হাজারের বেশি পাখির দর্শন পেয়েছিলেন উৎসবে যোগদানকারী পাখিপ্রেমীরা। গত বার তিন দিন ধরে এই উৎসব চললেও এ বার উৎসব চার দিনের হবে বলেই জানিয়েছেন বনকর্তারা। গত বছর যেখানে ৬টি দলে ৩৪ জন পাখিপ্রেমী উৎসবে যোগদান করতে পেরেছিলেন। এ বার ৮টি দলকে অনুমতি দেওয়া হবে বলে বন দফতর জানিয়েছে। ফলে আরও বেশি পক্ষীপ্রেমী সুযোগ পাবেন।
advertisement
advertisement
গত বার ৭০৬৫টি পাখির দেখা পেয়েছিলেন যোগদানকারীরা। সে বার শীতের একেবারে শেষ লগ্নে উৎসব হয়েছিল। এ বার আরও প্রায় মাসখানেক আগে এই উৎসব হওয়ায় এবং বেশি দিন ধরে হওয়ায় আরও অনেক বেশি পাখির দর্শন মিলবে বলে আশা বন দফতরের। গতবারের পাখি উৎসব থেকে বন দফতর বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করে পাখিকূলকে রক্ষার জন্য। সেই মোতাবেক, শীতে যে সমস্ত পরিযায়ী পাখি সুন্দরবন এলাকায় আসে, তাদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। যাতে কোনও ভাবেই কেউ পাখি শিকার না করে, সে দিকে নজর দেওয়া হচ্ছে। শুধু সুন্দরবনের জঙ্গল এলাকা নয়, আশপাশের লোকালয়গুলিতেও পাখিদের নিরাপত্তা বাড়াতে গ্রামবাসীদের সচেতন করার কাজ শুরু হয়েছে।
advertisement
বন দফতর সূত্রের খবর, সজনেখালিতে উৎসবের সূচনা হবে। অনলাইনে আবেদন করা যাবে যোগদানের জন্য। নিচের এই দুই ওয়েব সাইট থেকেই আবেদন করা যাবে পাখী উৎসবে।
এই ওয়েবসাইট দু’টি খুলে দেওয়া হয়েছে আবেদনকারীদের জন্য। পয়লা জানুয়ারি পর্যন্ত আবেদন পাঠানো যাবে। মাথাপিছু খরচ প্রায় ১০ হাজার টাকা।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
ওয়েবসাইটে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে জানানো হয়েছে বন দফতরের তরফে।
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 02, 2023 3:27 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: নতুন বছরের শুরুতেই পাখি উৎসব সুন্দরবনে, ওয়েবসাইটে করা যাচ্ছে আবেদন