আমতলা নিবারণ দত্ত রোডের জয়রামপুর মোড় থেকে মন্দির পর্যন্ত রাস্তার বেহাল দশা। এলাকার বাসিন্দা এবং পুরোহিতের দাবি প্রতিদিনই প্রায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আসেন খরগেশ্বর-এর মন্দিরে। রাস্তা খারাপের জন্যই অনেকেই এই রাস্তাতে আর ঢুকতে চান না। গাড়ি চালকরা ও এলাকার মানুষজন রাস্তা দিয়ে চলতে পারেন না রাস্তার বড় বড় গর্তের জন্য। এলাকার মানুষ এবং বাইরের থেকে আসা পূর্ণার্থীরা আসতে সমস্যার মধ্যে পড়েন৷ এই রাস্তা বিগত কুড়ি বছরেও সম্পূর্ণরূপে সারাই হয়নি বলে অভিযোগ।
advertisement
আরও পড়ুন: সাগরে জলে ডুবে মৃত্যু মা ও মেয়ের, চাঞ্চল্য এলাকায়
আরও পড়ুন: বাঘে টেনে নিয়ে গেল মৎস্যজীবীকে! সুন্দরবনে ৪৮ ঘণ্টায় দু'জন বাঘের কবলে!
তবে এ ব্যাপারে এলাকার এক স্থানীয় বাসিন্দা রঞ্জিত পান জানান, 'মানুষ হেঁটে পর্যন্ত যেতে পারে না রাস্তার যা অবস্থা হয় একটু বৃষ্টি হলেই কিছুদিন আগে জানতে পারলাম এই রাস্তাটি হবে। কিন্তু কিছুটা রাবিশ ফেলে আর হলো না রাস্তা৷ এই অবস্থায় স্কুলের বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া যাচ্ছে না। টোটো চালকরা রাস্তা খারাপের জন্য এই রাস্তা দিয়ে যেতেই চাই না, সাইকেল গেলে সেও লিক হয়ে যাচ্ছে।’
এই রাস্তার গত কুড়ি বছর কোনও কাজ হয়নি। এই রাস্তা দিয়ে সোমবার ও শুক্রবার রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ পুজো দিতে আসেন মন্দিরে৷ তাঁরাও সম্যসার সম্মুখীন হচ্ছে৷ এলাকাবাসীর দাবি, প্রশাসন কোনোভাবে নজর দিচ্ছে না৷ তাঁরা জানেনা এই রাস্তার কাজ কবে হবে৷ কিন্তু তাড়াতা়ড়ি যদি এই রাস্তার কাজ হয় তাহলে প্রচুর মানুষ উপকৃত হবেন।
সুমন সাহা





