TRENDING:

South 24 Parganas News: রাস্তায় বড় বড় গর্ত! খর্গেশ্বর মন্দিরে আসতে ভয় পান ভক্তরা

Last Updated:

আমতলা নিবারণ দত্ত রোডের জয়রামপুর মোড় থেকে মন্দির পর্যন্ত রাস্তার বেহাল দশা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বিষ্ণুপুর: খড়গেশ্বর-এর মন্দিরে ভক্ত আসতে ভয়,রাস্তায় বড় বড় গর্ত।বিষ্ণুপুরের প্রায় ৩০০ বছরের পুরানো খড়গেশ্বর ধামের মন্দিরে পুজো উপলক্ষে সারা বছরেই ভক্তের ভীড়,তবে চৈত্রের ২৬ থেকে পয়লা বৈশাখ পর্যন্ত মেলা বসে । যেখানে প্রায় পাঁচ লক্ষেরও অধিক ভক্ত সমাগম হয় । ১৩৩২ সালে তৈরি হয় খড়গেশ্বর মন্দির তারপর ধীরে ধীরে এই মন্দিরের পুজো বিস্তার পায় রাজ্যজুড়ে, গঙ্গাসাগর-এর পর দ্বিতীয় বৃহত্তম মেলা। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের খড়গেশ্বর মন্দিরের নীলের মেলায় প্ৰতিবছরই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসেন। মনস্কামনা পূরণের পর তারা মানসিক চোকাতে আসেন এই মেলায়।
advertisement

আমতলা নিবারণ দত্ত রোডের জয়রামপুর মোড় থেকে মন্দির পর্যন্ত রাস্তার বেহাল দশা। এলাকার বাসিন্দা এবং পুরোহিতের দাবি প্রতিদিনই প্রায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আসেন খরগেশ্বর-এর মন্দিরে। রাস্তা খারাপের জন্যই অনেকেই এই রাস্তাতে আর ঢুকতে চান না। গাড়ি চালকরা ও এলাকার মানুষজন রাস্তা দিয়ে চলতে পারেন না রাস্তার বড় বড় গর্তের জন্য। এলাকার মানুষ এবং বাইরের থেকে আসা পূর্ণার্থীরা আসতে সমস্যার মধ্যে পড়েন৷ এই রাস্তা বিগত কুড়ি বছরেও সম্পূর্ণরূপে সারাই হয়নি বলে অভিযোগ।

advertisement

আরও পড়ুন: সাগরে জলে ডুবে মৃত্যু মা ও মেয়ের, চাঞ্চল্য এলাকায়

আরও পড়ুন:  বাঘে টেনে নিয়ে গেল মৎস্যজীবীকে! সুন্দরবনে ৪৮ ঘণ্টায় দু'জন বাঘের কবলে!

View More

তবে এ ব্যাপারে এলাকার এক স্থানীয় বাসিন্দা রঞ্জিত পান জানান, 'মানুষ হেঁটে পর্যন্ত যেতে পারে না রাস্তার যা অবস্থা হয় একটু বৃষ্টি হলেই কিছুদিন আগে জানতে পারলাম এই রাস্তাটি হবে। কিন্তু কিছুটা রাবিশ ফেলে আর হলো না রাস্তা৷ এই অবস্থায় স্কুলের বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া যাচ্ছে না। টোটো চালকরা রাস্তা খারাপের জন্য এই রাস্তা দিয়ে যেতেই চাই না, সাইকেল গেলে সেও লিক হয়ে যাচ্ছে।’

advertisement

এই রাস্তার গত কুড়ি বছর কোনও কাজ হয়নি। এই রাস্তা দিয়ে সোমবার ও শুক্রবার রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ পুজো দিতে আসেন মন্দিরে৷ তাঁরাও সম্যসার সম্মুখীন হচ্ছে৷ এলাকাবাসীর দাবি, প্রশাসন কোনোভাবে নজর দিচ্ছে না৷ তাঁরা জানেনা এই রাস্তার কাজ কবে হবে৷ কিন্তু তাড়াতা়ড়ি যদি এই রাস্তার কাজ হয় তাহলে প্রচুর মানুষ উপকৃত হবেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
উখড়াবাসীদের জন্য সুখবর,তৈরি হতে চলেছে বহু অপেক্ষিত রোড ওভারব্রিজ!দূর হবে রেল গেট যন্ত্রণা
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: রাস্তায় বড় বড় গর্ত! খর্গেশ্বর মন্দিরে আসতে ভয় পান ভক্তরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল