এই পরিস্থিতিতে ডায়মন্ডহারবার পুরসভা ও পঞ্চায়েত এলাকাগুলিতে যুদ্ধকালীন তৎপরতায় মশার লার্ভা নিধনের কাজ শুরু হয়েছে। জ্বর হলেই চলছে রক্ত পরীক্ষা। তবে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা খুব কম।
আরও পড়ুন: তোর্সার ভাঙনে বিপন্ন কোচবিহারের ৫০০ পরিবার
ডায়মন্ডহারবার মেডিকেল কলেজে বর্তমানে ভর্তি আছেন জনা দশেক ডেঙ্গি আক্রান্ত রোগী। বাকিদের বাড়িতেই চিকিৎসা চলছে। গত কয়েক মাসে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ডায়মন্ডহারবার স্বাস্থ্য জেলায় দু’জনের মৃত্যু হয়েছে। মাস কয়েক আগে মগরাহাট-১ ব্লকের এক ব্যক্তি ডেঙ্গি আক্রান্ত হয়ে মারা যান। তিনি অবশ্য কলকাতা যাদবপুরে থাকতেন। মন্দিরবাজারের এক ব্যক্তির মৃত্যু হয়েছে কয়েক মাস আগে। তবে ওই ব্যক্তি ডেঙ্গির পাশাপাশি অন্য রোগেও আক্রান্ত ছিলেন বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর।
advertisement
চলতি বছরে এখনও পর্যন্ত ২০ হাজারের বেশি নমুনা পরীক্ষা হয়েছে। নমুনা সংগ্রহের পাশাপাশি মানুষকে সচেতন করতে লাগাতার প্রচার চালানো হচ্ছে। এ নিয়ে মুখ্য স্বাস্থ্য অধিকারিক জয়ন্ত কুমার সুকুল বলেন, এখনও পর্যন্ত এই স্বাস্থ্য জেলায় প্রায় ৬০০ জন আক্রান্ত হয়েছেন। ডেঙ্গি মোকাবিলায় সব রকম প্রস্তুতি নেওয়া হচ্ছে। জ্বরে আক্রান্ত হলে রক্ত পরীক্ষার পরামর্শ দেওয়া হচ্ছে।
নবাব মল্লিক