Coochbehar News: তোর্সার ভাঙনে বিপন্ন কোচবিহারের ৫০০ পরিবার

Last Updated:

তোর্সা নদীর জল কমা শুরু হতেই ভাঙন সমস্যা তীব্র আকার ধারণ করেছে কোচবিহার শহরে, বিপন্ন হয়ে পড়েছে ৫০০ টি পরিবার

+
তোর্সার

তোর্সার ভাঙনে ক্ষতি

কোচবিহার: জেলার সদর শহরের রানিবাগান ফেরিঘাট সংলগ্ন ১৮ নম্বর ওয়ার্ডে গত কয়েকদিন নদী ভাঙন সমস্যা তীব্র আকার ধারণ করেছে। চিন্তায় ঘুম উড়েছে স্থানীয় মানুষদের। গত কয়েকদিনের একটানা বৃষ্টিতে জল বেড়ে গিয়েছিল তোর্সা নদীর। কিন্তু বৃষ্টি থামার পর সেই জল কমতে শুরু করতেই নদীর পাড় ভাঙন শুরু করেছে। এই ঘটনায় বিপন্ন হয়ে পড়েছে কোচবিহার শহরের প্রায় পাঁচশোটি পরিবার। কারণ নদী ভাঙন চলতে থাকলে তাঁদের বসতবাড়ি, চাষের জমি সবকিছু তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা।
কোচবিহার শহরের এই ভাঙন সমস্যা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা রশিদ মিঁয়া জানান, দীর্ঘদিন ধরে এই এলাকায় কোন নদী বাঁধ তৈরি হয়নি। তাই নদীর জল কমা শুরু হতেই ভাঙন সমস্যা তীব্র আকার ধারণ করেছে। তিনি জানান এবার ভাঙনের মাত্রা অন্যান্য বাড়ির থেকে অনেকটাই বেশি। আর তাই স্থানীয় বাসিন্দারা আরও বেশি ভয় পাচ্ছে। এই অবস্থায় দ্রুত নদীতে বাঁধ দেওয়ার দাবি তুলেছেন স্থানীয়রা।
advertisement
advertisement
এদিকে যাতায়াতের জন্য স্থানীয়রাই নিজেরা উদ্যোগ নিয়েই নদীর উপর একটি সেতু তৈরি করেছিলেন। কিন্তু ভাঙনের জেরে সেই সেতুটিও যেকোনও মুহুর্তে ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা। তবে গোটা বিষয়টি নিয়ে একপ্রকার মুখে কুলুপ এঁটেছেন জেলা প্রশাসনের কর্তারা। সকলেরই বক্তব্য, তাঁরা এই বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারবেন না। যা বলার বা করার তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ করবে।
advertisement
সার্থক পণ্ডিত
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Coochbehar News: তোর্সার ভাঙনে বিপন্ন কোচবিহারের ৫০০ পরিবার
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement