শুক্রবার সকালে মগরাহাট থেকে বারাসত আসার জন্য অটো ধরেন ওই ছাত্রী। জ্যোতি ইট ভাটার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় অটোটি। এলাকার বাসিন্দারা আহত ওই ছাত্রীকে উদ্ধার করে নিয়ে আসে বারুইপুর হাসপাতালে।
আরও পড়ুন: কলকাতায় ঠান্ডার জবর কামড়! এরইমধ্যে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের চোখ রাঙানি
আরও পড়ুন : রাতারাতি তারকা তিতাস! বিশ্বকাপ জয়ী দিদিই এখন আইকন খুদে ক্রিকেট শিক্ষার্থীদের
advertisement
অটো চালক নিত্যানন্দ মণ্ডল বলেন, ''গাড়ি নিয়ে যাওয়ার সময় হঠাৎ করে অটোর সামনে চলে আসেন এক ব্যক্তি। তাঁকে বাঁচাতে গিয়েই অটো উল্টে যায়।'' অটোতে পাঁচ জন যাত্রি ছিল। যাত্রিদের মধ্যে ওই ছাত্রী গুরুতর আহত হয়, সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে করে ওই ছাত্রীকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া।
advertisement
অর্পণ মণ্ডল
Location :
Kolkata,West Bengal
First Published :
February 03, 2023 6:49 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু কলেজ ছাত্রীর! অটো ধরতেই নেমে এল বিপদ, এলাকায় শোক