TRENDING:

South 24 Parganas News: উড়ালপুলে ওঠার আগেই না প্রাণটা চলে যায়! আশঙ্কায় কাঁটা বারুইপুর

Last Updated:

রাস্তার যেখানে সেখানে অবহেলায় নির্মাণ সামগ্রী ফেলে রাখায় মাঝেমধ্যেই ছোটখাট দুর্ঘটনা ঘটছে। কিন্তু বর্ষাকালে রাস্তা আরও বিপজ্জনক হয়ে উঠলে বড় দুর্ঘটনাও ঘটে যেতে পারে বলে আশঙ্কা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: যানজটের সমস্যা দূর করতে বারুইপুরে তৈরি হয়েছে উড়ালপুল। কিন্তু যা অবস্থা তাতে উড়ালপুলে ওঠার আগেই না খান কতক প্রাণ চলে যায়! ব্যস্ত রাস্তার মধ্যে যেভাবে যত্রতত্র ইমারতি দ্রব্য পড়ে আছে, তাতে যে কোনও মুহূর্তে বড় দুর্ঘটনার আশঙ্কায় ভুগছে বারুইপুরের সাধারণ মানুষ।
advertisement

আরও পড়ুন: চাষের জমি থেকে উদ্ধার ড্রাম ভর্তি তাজা বোমা! মনোনয়ন পর্বত মিটতেই নতুন আতঙ্ক

এলাকার ইমারতীর দ্রব্য কারবারিদের গাজোয়ারি মনোভাবে বেশ ক্ষুব্ধ বারুইপুরবাসী। তাঁদের অভিযোগ, রাস্তার যেখানে সেখানে অবহেলায় নির্মাণ সামগ্রী ফেলে রাখায় মাঝেমধ্যেই ছোটখাট দুর্ঘটনা ঘটছে। কিন্তু বর্ষাকালে রাস্তা আরও বিপজ্জনক হয়ে উঠলে বড় দুর্ঘটনাও ঘটে যেতে পারে বলে আশঙ্কা। অথচ এই রাস্তা ধরেই নিত্য যাতায়াত জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের। কিন্তু সব দেখেও তারা চুপ থাকায় বিস্মিত এলাকাবাসী।

advertisement

পদ্মপুকুরের সোনারতরীর দিক থেকে উড়ালপুল ধরে এগিয়ে এলেই চোখে পড়বে রাস্তার পাশে ঢাঁই হয়ে মাটি পড়ে আছে। এছাড়াও বালি, ইট জমা হয়ে থাকতেও দেখা যায়। এর সামনে-পিছনে পুলিসের গাড়ি, আমজনতার গাড়ি বেআইনিভাবে পার্কিং করে দাঁড়িয়ে থাকে। এতে উড়ালপুলে বড় গাড়ির যাতায়াতের জায়গাও ছোট হয়ে যাচ্ছে।

View More

advertisement

এলাকার বাসিন্দারা বলেন, পুর প্রশাসন ও পুলিস কেউ দেখেও দেখছে না। ফলে সমস্যার সমাধান অধরা। বৃষ্টির সময় রাস্তার পাশে পড়ে থাকা মাটি, বালি ধুয়ে যায়। তাতে পিচ্ছিল হয়ে পরের রাস্তা। এমন রাস্তা দিয়ে বর্ষার রাতে বাড়ি ফিরতে গিয়ে অনেকেই দুর্ঘটনার মুখে পড়েছেন। এলাকার মানুষের প্রশ্ন, বড় কোনও কিছু একটা ঘটলে তবেই কি প্রশাসনের টনক নড়বে?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: উড়ালপুলে ওঠার আগেই না প্রাণটা চলে যায়! আশঙ্কায় কাঁটা বারুইপুর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল