আরও পড়ুনঃ বিভিন্ন মোবাইল বা খাবার দোকানে হাপিশ হচ্ছে ফোন! চুরির নয়া কৌশল ভয় ধরাবে সবার মনে
পুলিশ সূত্রে জানা গিয়েছে মদ খাওয়ার সময় ঝামেলার জেরে ভাঙড়ে মদের আসরেই নৃশংসভাবে কুপিয়ে খুন করা হল এক যুবককে। ঘটনাটি ঘটেছে ভাঙড় থানা এলাকার অন্তর্গত গড়ান বেরিয়া এলাকায়। জানা গিয়েছে, মদ খাওয়ার সময় অজয় পালের সঙ্গে রাজু শেখের বচসা শুরু হয়। এরপর রাজু শেখ ধারালো অস্ত্র দিয়ে অজয় পালের (৩২) গলা কোপ মারে বলে অভিযোগ। রবিবার গভীর রাতে এই ঘটনা ঘটেছে বলে জানা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভাঙড় থানার পুলিশ। তার আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত রাজু শেখ।
advertisement
এরা দুজনেই একই এলাকার বাসিন্দা। দুজনেই প্রায়ই একসঙ্গে বসে মদ্যপান করত। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তদন্ত শুরু করেছে ভাঙড় থানার পুলিশ। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাকসুদ হাসান। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।
অর্পন মন্ডল






