Crime News:বিভিন্ন মোবাইল বা খাবার দোকানে হাপিশ হচ্ছে ফোন! চুরির নয়া কৌশল ভয় ধরাবে সবার মনে

Last Updated:

Crime News: লেকটাউনে বেশ কয়েক মাস ধরে লাগাতার চুরির ঘটনা ঘটছিল। একাধিক মোবাইল স্টোর থেকে শুরু করে নামজাদা রেস্টুরেন্ট বিভিন্ন জায়গা থেকে ফোন চুরি হচ্ছিল।

বিভিন্ন মোবাইল বা খাবার দোকানে হাপিশ হচ্ছে ফোন!
বিভিন্ন মোবাইল বা খাবার দোকানে হাপিশ হচ্ছে ফোন!
লেকটাউন: লেকটাউনে বেশ কয়েক মাস ধরে লাগাতার চুরির ঘটনা ঘটছিল। একাধিক মোবাইল স্টোর থেকে শুরু করে নামজাদা রেস্টুরেন্ট বিভিন্ন জায়গা থেকে ফোন চুরি হচ্ছিল। লেকটাউন থানায় একাধিক লিখিত অভিযোগ দায়ের হয়। সেই লিখিত অভিযোগ দায়ের হওয়ার পরে লেকটাউন থানার পুলিশ তদন্ত নামে। ঘটনার একাধিক সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং একজনকে পুলিশ চিহ্নিতকরণ করে। তারপরেই গতকাল রাতে বাঙুর এভিনিউ কাছে একটি জায়গা থেকে সেই ব‍্যক্তিকে গ্রেফতার করে।
অভিযুক্তের নাম হাবিবুল্লাহ গাজী দক্ষিণ ২৪ পরগনার ভাঙ্গড় কাশীপুরের বাসিন্দা। পুলিশ এই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে একাধিক চুরির ঘটনা জানতে পারে। তাঁর কাছ থেকে চুরি যাওয়া ৬ টি মোবাইল ফোনও উদ্ধার করে। পুলিশ জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে একটি বড়সড় মোবাইল চোরেদের চক্র  গোটা বিধাননগর এলাকায় কাজ করছে। এরা মূলত লেকটাউন এলাকায় একাধিক ঘটনা ঘটিয়েছে। আগে থেকেই তাঁরা নির্দিষ্ট দোকানের উপর নজর রাখত।
advertisement
advertisement
শুধু তাই নয়, দোকানের কর্মচারীদের গতিবিধিও নজর রাখত। যখনই দোকানের কর্মচারীরা বাইরে যেত কোন জিনিস আনতে এই সুযোগেই দোকানে ঢুকে এইভাবে চুরির ঘটনা ঘটাতো। ইতিমধ্যেই লেকটাউন থানার পুলিশ আজ অভিযুক্ত হাবিবুল্লাহ গাজীকে বিধাননগর আদালতে পেশ করছে এবং নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাচ্ছে। কারণ পুলিশের দাবি বড়সড় যে চক্র কাজ করছে তাদের খোঁজ পেতেই জিজ্ঞাসাবাদের প্রয়োজন। ইতিমধ্যেই পুলিশ বাকি অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে বিভিন্ন এলাকায়।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Crime News:বিভিন্ন মোবাইল বা খাবার দোকানে হাপিশ হচ্ছে ফোন! চুরির নয়া কৌশল ভয় ধরাবে সবার মনে
Next Article
advertisement
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
  • ব্রোচের মতোই দামি !

  • ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা

  • দেখে নিন ভাইরাল ছবি

VIEW MORE
advertisement
advertisement