চেনেন উত্তর ২৪ পরগনার 'চাট কিং' কে?
সন্ধ্যা হলেই মন চায় কিছু চটপটা খেতে! তাহলে এই ঠিকানা আপনার জন্যই।
না জানলে করবেন চরম মিস। সন্ধ্যে নামলেই এই দোকানের সামনে জমে যায় ভিড়।
ফুচকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের পাপড়ি চাট, দই বড়া নানান মুখরোচক খাবার মন জয় করেছে ক্রেতাদের।
এই দোকানের চাট একবার খেলে, বারবার খেতে মন চাইবে। এক বা দু'রকম নয় প্রায় সতেরোর রকমের পাপড়ি চাটের আইটেম রয়েছে এই দোকানে।
দোকানের নাম স্বাদ ঘর। উত্তর ২৪ পরগনার অশোকনগর গোল বাজার এলাকায় অবস্থিত এই দোকান।
এই গরমে দই বরার চাহিদা এতই বেশি, যে দোকান খুলতে না খুলতেই উবে যাচ্ছে দই বড়া। তাড়াতাড়ি না গেলে দই বড়া পাওয়া মুশকিল।
এই দোকানে স্পেশালিটি বিভিন্ন ধরনের পাপরি চাট এবং রাজ কচুরি। বেশ কয়েক রকমের ফুচকাও রয়েছে।
দোকানের মালিক দেবাশীষ দাস ওরফে দেবুদা বর্তমানে 'চাট কিং' নামে বেশ পরিচিতি লাভ করেছেন এই দোকানের সুবাদে।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন